1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 04:09 PM ISTSubhasmita Kanji
Ankush Hazra-Mirza: মির্জা ছবির শুটিংয়ে আহত হয়েছেন অঙ্কুশ। তারপরই একটি নামহীন ইঙ্গিতবহ পোস্ট অঙ্কুশের। নিশানায় কে?
চোট পাওয়ার পরই ইঙ্গিতবহ পোস্ট অঙ্কুশের
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অঙ্কুশ হাজরার বহু প্রতীক্ষিত ছবি মির্জার শুটিং। আর সেই ছবির সেটেই গুরুতর আহত হয়েছেন অঙ্কুশ। ফলে এই নতুন বছরের শুরুটা যে তাঁর মোটেই ভালো হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না। পায়ে আঘাত নিয়ে ২০২৪ সালে পা রাখেন তিনি। আর সেই খবর অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। কিন্তু একি! এবার কারও নাম না নিয়ে লিখলেন এক বিশেষ ইঙ্গিতবহ পোস্ট। জানালেন তাঁর এই আঘাতে নাকি কেউ কেউ খুশি হয়েছেন। তিনি কি তাঁর পোস্টের মাধ্যমে টলিউডের কোনও অন্দরের খবর দিলেন?
অঙ্কুশের নতুন পোস্ট
নববর্ষের দিনই অঙ্কুশ তাঁর পায়ের আঘাতের কথা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সেখানে জানান মির্জা ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তিনি আহত হয়েছেন। সেই পোস্ট করার মাত্র একদিনের মধ্যে ফের একটি পোস্ট করলেন অঙ্কুশ। সেখানে তাঁকে মির্জা ছবির একটি লুকের ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মতো। একটা হালকা ফুই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্যে। এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।'
আর তাঁর এই পোস্ট থেকেই অনেকে রহস্যের গন্ধ পেয়েছেন। কেউ কি তিনি আহত হওয়ায় সত্যি খুশি হয়েছেন নাকি তিনি এভাবে ক্যাপশন দিয়ে তাঁর আগামী ছবির প্রচার করেছেন সেটা স্পষ্ট নয়। তবে আসল বিষয় যাই হোক না কেন। অভিনেতার ভক্তরা কিন্তু তাঁর জন্য উদ্বিগ্ন। তাঁরা অনেকেই তাঁকে দ্রুত সুস্থ হয়ে উঠতে বলেছেন।