বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurager Chhowa: সূর্য-দীপার সংসার বাঁচাতে লাস্যময়ী নারীর রূপ ধারণ জয়ের, কোন উপায়ে পরাস্ত হবে মিশকা?
পরবর্তী খবর
Anurager Chhowa: সূর্য-দীপার সংসার বাঁচাতে লাস্যময়ী নারীর রূপ ধারণ জয়ের, কোন উপায়ে পরাস্ত হবে মিশকা?
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2023, 02:41 PM ISTSubhasmita Kanji
Anurager Chhowa: মিশকা সেনের অত্যাচারে নাজেহাল সেনগুপ্ত পরিবার। এখন সে আইভিএফের মাধ্যমে গর্ভধারণ করেছে। টাইট দিতে চায় দীপা এবং সূর্যকে। এবার মিশকাকে শিক্ষা দিতে কী করবে জয়?
সূর্য-দীপার সংসার বাঁচাতে লাস্যময়ী নারীর রূপ ধারণ জয়ের
অনুরাগের ছোঁয়া এখন আবারও টানটান পর্বে এসে দাঁড়িয়ে। মিশকা সেনের শয়তানি কিছুতেই যেন পিছু ছাড়ছে না। সূর্য আর দীপাকে সে কিছুতেই যেন শান্তিতে থাকতে দেবে না বলে পণ করেছে। অনেক কষ্টে সূর্য আর দীপা যদিও বা এক হয়েছে আবারও তাদের আলাদা করতে উঠে পড়ে লেগেছে মিশকা। সূর্য তার ফার্টিলিটি এবং ডিএনএ টেস্টের জন্য যে স্পার্ম স্যাম্পল হাসপাতালে দিয়েছিল সেখান থেকে স্পার্ম চুরি করে অসৎ ডাক্তারের সাহায্যে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছে মিশকা। ফলে তার গর্ভে এখন সূর্যরই সন্তান কিন্তু সেটা তার অজ্ঞাতে। এখন এই সমস্ত বিষয় জানতে পেরেছে দীপা। তাই সে চায় না সেনগুপ্ত বাড়ির সন্তান জেলে জন্মাক। মিশকাকে এবার সে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়। তুলে নিতে চায় সমস্ত কেস।
দীপার এই কথা মোটেই কেউ মানতে চায় না। সূর্য না না করে ওঠে। সে বলে এত কষ্টে আমরা এক হয়েছি আর দূরত্ব চাই না। কিন্তু দীপা তার কথায় অটল থাকে। এবার এমন অবস্থায় কী করে মিশকাকে টাইট দেবে সেনগুপ্ত পরিবার সেটারই আভাস মিলল।
এদিন পর্দার জয় সেনগুপ্ত ওরফে প্রারাব্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে লাল শাড়ি পরে দেখা যায়। এক ঝলকে দেখে তাঁকে ছেলে বলে চেনার এতটুকু উপায় নেই। লম্বা চুল, কাজল কালো আঁখি, ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন একেবারেই মোহময়ী নারী হয়ে উঠেছেন তিনি।