1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2023, 09:12 AM ISTPriyanka Bose
Anushka-Virat: জন্য কম্বল বিতরণ করেন তাঁরা। আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে পাপা বিরাট, মা অনুষ্কাও প্রার্থনায় মগ্ন, দেখুন ভিডিয়ো-
বিরুষ্কার কোলে খুদে ভামিকা
সদ্য মথুরার বৃন্দাবনে গিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। সঙ্গে ছিলেন তাঁদের খুদে মেয়ে ভামিকা। পাপারাৎজিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছোন এই তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে গিয়ে প্রার্থনা করেন, দুস্থদের জন্য কম্বল বিতরণ করেন তাঁরা।
আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে পাপা বিরাট, মা অনুষ্কাও প্রার্থনায় মগ্ন; কোলে বসে থাকতে দেখা গিয়েছে ছোট্ট ভামিকাকে। যদিও খুদের ভিডিয়ো ভাইরাল হলেও সেখানে মুখ দেখা যায়নি, ইমোজি দিয়ে ঢাকা।
ভাইরাল হওয়া কিছু ছবিতে অনুষ্কা এবং বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি এবং প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন, অনুষ্কার দেখা মিলল কালো জ্যাকেট এবং সাদা টুপিতে। তাঁদের দুজনের মুখেই ছিল মাস্ক। সাদা সোয়েট শার্টের সঙ্গে গোলাপি রঙের সোয়েট প্যান্ট পরে দেখা মিলেছে ভামিকার।