বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka-Virat: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ঘুমিয়ে কাদা অনুষ্কা? সব দোষ নাকি ১ বছরের ছেলে অকায় কোহলির
পরবর্তী খবর
Anushka-Virat: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ঘুমিয়ে কাদা অনুষ্কা? সব দোষ নাকি ১ বছরের ছেলে অকায় কোহলির
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2025, 07:59 AM ISTTulika Samadder
প্রায় প্রতিটা ম্যাচেই স্বামী বিরাট কোহলিকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকেন অনুষ্কা শর্মা। তবে এবারএকটি নতুন ভিডিয়োতে দেখা গেল, ম্যাচ দেখার মাঝে, গ্যালারিতে বসে ঘুমিয়ে পড়েছিলেন অনুষ্কা। আর সেই মুহূর্ত নিয়ে মজার মজার মন্তব্য ভরল কমেন্ট বক্স।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে ঘুমিয়ে অনুষ্কা?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরমেন্স টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির চমৎকার হাফ সেঞ্চুরির সাহায্যে, অস্ট্রেলিয়াকে সেমি ফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত। এইম্যাচের দিনও মাঠে হাজির ছিলেন অনুষ্কা। তাকে ভিআইপি স্ট্যান্ডে বিরাটকে সমর্থন করতে এবং টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে বারবার দেখা গিয়েছে। তবে, ম্যাচের মাঝের একটি মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আপাতত সেই ভিডিয়োই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
কী দেখা গেল ভিডিয়োতে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কিছু ব্যবহারকারী ম্যাচের সময় অনুষ্কার ঘুমিয়ে পড়ার ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন। সাদা রঙের টপ পরে অনুষ্কাকে মাথা হেলিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। একজন নেটিজেন ক্লিপটি শেয়ার করে লিখেছেন, 'অনুষ্কা ঘুমিয়ে পড়েছেন, আচ্ছা ম্যাচ কি এতটাই বোরিং ছিল?' আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, ‘বেচারি খুব ক্লান্ত। দুটো ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘মনে হচ্ছে অকায় এখনও রাতে ঘুমোতে শুরু করেনি। তাই তো ম্যাচের মাঝে ঘুমিয়ে নিচ্ছে অনুষ্কা।’
যদিও আবার একাংশ মানতে নারাজ যে, অনুষ্কা ঘুমিয়েছিলেন। একজন লেখেন, ‘আরে বাবা প্রার্থনা করছে। এরকমটা আগেও দেখা গিয়েছে।’ আরেকজন লেখেন, ‘বিরাটের জন্য প্রার্থনা করছে। এভাবে গালে হাত রেখে কে ঘুমোয়!’
সেমি ফাইনাল ম্যাচে, অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রবেশ করেছে ভারত।
কেরিয়ার থেকে অনেকদিন ধরেই বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকার জন্মের পর, মাত্র একটা সিনেমাতে কাজ করেছেন। যা ছিল ঝুলন গোস্বামীর বায়োপিক। যদিও সেই সিনেমার কাজ তিনি হাতে নিয়েছিলেন, প্রেগন্যান্সির আগেই। তবে নানা জটিলতার কারণে, আটকে ‘চকদা এক্সপ্রেস’-এর মুক্তি।
অনুষ্কাকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'জিরো'-তে দেখা গিয়েছিলেন, যেখানে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়েছিল।
২০২১ সালে জন্ম হয় ভামিকার। এরপর ২০২৪ সালের শুরুতে জন্ম হয় অকায়ের। আপাতত দুই সন্তানেই বেশি ফোকাস অনুষ্কার। সেভাবে ভারতেও থাকেন না অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল, বউ-সন্তান নিয়ে পাকাপাকিভাবে ভারত ছেড়ে লন্ডনে বাস করছেন বিরাট। আজকাল বেশিরভাগ তাঁদের সেই শহরেই দেখা যায়।