বাংলা নিউজ > বায়োস্কোপ > Arfan Nisho on Surongo: দেরি করে সিনেমায় পদার্পণ, পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কী বললেন নিশো
পরবর্তী খবর
Arfan Nisho on Surongo: দেরি করে সিনেমায় পদার্পণ, পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কী বললেন নিশো
1 মিনিটে পড়ুন Updated: 20 Jul 2023, 08:06 AM ISTSubhasmita Kanji
Arfan Nisho on Surongo: আরফান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ এবার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রায়হান রাফির এই ছবি মুক্তি পাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন নিশো?
পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে কী বললেন নিশো
গত ইদে অর্থাৎ বকরি ইদের সময় বাংলাদেশে মুক্তি পেয়েছে আরফান নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। নিশোকে এতদিন দর্শকরা মূলত বাংলাদেশি নাটকেই দেখে এসেছেন। তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ হয়েছেন। কিন্তু তাঁর প্রথম ছবি মুক্তি পাওয়ার পর যে এমন সাড়া পাওয়া যাবে কেউ বোধহয় আশাও করেননি। বাংলাদেশে প্রাথমিক ভাবে গুটিকয়েক হলেই এই ছবি মুক্তি পায়। তারপর সেটার টিকিটের চাহিদা এত বেড়ে যায় যে হল মালিকেরা বাধ্য হন শোয়ের সংখ্যা বাড়াতে। সেই দেশে প্রভূত সাড়া পাওয়ার পর রায়হান রাফির এই ছবিটি ভারতে এবার মুক্তি পাচ্ছে।
আগামীকাল অর্থাৎ ২১ জুলাই কলকাতার হলে মুক্তি পাবে আরফান নিশোর এই ছবিটি। তার আগেই ছবির প্রচারে দেশে এলেন পরিচালক রায়হান রাফি, অভিনেতা আরফান নিশো এবং তমা মির্জা।
এই ছবির প্রচারে এসে নিশো বলেন, 'আমি এর আগে মূলত নাটকেই অভিনয় করতাম। আমাকে অনেকেই বলেছেন যে আমার কাছে এই ছবির সুযোগ এলো অনেক পড়ে। আমি অনেক দেরি করে ছবিতে কাজ করা শুরু করেছি। কিন্তু আমি মনে করি সব কিছুই নিজের মতো সঠিক সময়েই হয়। আমার কাছে পরে সুযোগ এসেছে বলেই আমি পরিণত হয়েই এখানে কাজ করতে পেরেছি। আর পরে সুযোগ এলে আরও বেশি প্রস্তুতি নিতে পারতাম।'
এদিন কলকাতার বুকে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, 'আমি কেবল অভিনয়টুকুই করে যেতে চাই। আর দর্শকদের থেকে ভালোবাসা উৎসাহ চাই। আমি আমার এই প্রথম ছবি নিয়ে ভীষণই উচ্ছ্বসিত, আনন্দিত।'
প্রসঙ্গত এদিন প্রেস মিটের পর টলিউড এবং ঢালিউডের সমস্ত তাবড় তাবর মুখদের একসঙ্গে একই টেবিলে দেখা গেল। সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, নিশো, তমা এবং রায়হান রাফি ছিলেন। তাঁদের খেতে খেতে বেশ আড্ডার মেজাজেই দেখা যায় এদিন।
প্রসঙ্গত কলকাতা তথা পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিটির পরিবেশনা করছে এসভিএফ। এই ছবিটি রাজ্যের ২৯টি হলে মুক্তি পাবে। এই ছবিতে নিশো এবং তমাকে ছাড়াও মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখকে দেখা যাবে। এই বিষয়ে বলে রাখা ভালো, এই ছবির আগে চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল এই দেশে। সেটাও বেশ ভালোই সাড়া পেয়েছিল দর্শকদের থেকে।