Mahiya Mahi: বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি
রাজনীতির ময়দানে হাত পাকাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহি। জানা গিয়েছে, শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দু'বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে যুক্ত। গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমেই রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী।
মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। আর সেকারণেই সেখানকার উপ-নির্বাচনে অংশ নিতে চান তিনি। উপ-নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে তিনি ওই এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। মনোনয়ন পত্র সংগ্রহের প্রসঙ্গে মাহি বলেছেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাইছি।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন এখন ফাঁকা। সেখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন হবে। এই আসন থেকে নির্বাচনে লড়তে চান মাহি।