বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood: হাত ধরে বাদশাহ-ম্রুণাল! তারকাদের ‘প্রেম’-এর ছবি ভাইরাল শিল্পার বাড়ি থেকে
পরবর্তী খবর
Bollywood: হাত ধরে বাদশাহ-ম্রুণাল! তারকাদের ‘প্রেম’-এর ছবি ভাইরাল শিল্পার বাড়ি থেকে
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2023, 08:29 PM ISTAnulekha Kar
Bollywood: গভীর রাতে শিল্পার দিওয়ালি পার্টি থেকে বের হওয়ার সময় কী করলেন এই তারকা? ভিডিও দেখে জোর গুঞ্জন নেট পাড়ায়
প্রতীকী ছবি
সম্প্রতি বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ব়্যাপার বাদশার একটি ভিডিও ইন্টারনটে ঝড় তুলেছেন। শিল্পা শেঠির দিওয়ালি পার্টির এই ভিডিও ঘিরে জোর গুঞ্জন নেট পাড়ায়। গভীর রাতে শিল্পার দিওয়ালি পার্টি থেকে বের হওয়ার সময় এই জুটিকে হাত ধরে দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাদশার সঙ্গে হাত ধরে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন ম্রুণাল।
মজার বিষয় হল, ম্রুণাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা এবং শিল্পা শেঠির সাথে পার্টি থেকে একটি ছবি শেয়ার করেছেন এবং তাদের ‘দুই প্রিয় মানুষ’ বলে অভিহিত করেছেন। বাদশাহ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্রুণাল গল্পটি পুনরায় পোস্ট করেছেন।
জলপাই রঙের পোশাকে দেখা গিয়েছে ম্রুণালকে । অন্যদিকে বাদশাকে কালো রঙের ঐতিহ্যবাহী পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছিল।
চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল, বাদশা তার দীর্ঘদিনের বান্ধবী ইশা রিখীকে বিয়ে করতে যাচ্ছেন। কালা চশমা গায়কের ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে যে বাদশা এবং রিখি শীঘ্রই "উত্তর ভারতে গুরুদুয়ারা বিয়ে" করবেন।'
ইশা রিখি একজন পাঞ্জাবি অভিনেত্রী যিনি ২০১৩ সালে জাট বয়েজ পুট জাট্টান দে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ছবিটিতে অন্যান্যদের মধ্যে সিপ্পি গিল এবং ওম পুরিও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
২০১৮ সালে বরুণ ধাওয়ান, রাঘব জুয়াল এবং পুনীত পাঠক অভিনীত 'নবাবজাদে' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বাদশা এবং রিখি এক বছর ধরে ডেট করছেন বলে জানা গিয়েছে। বন্ধুদের মাধ্যমে একটি পার্টিতে দেখা হয় তাঁদের এবং একে অপরের প্রেমে পড়ে বলে জানা যায়।