দীর্ঘ ২৫ বছর পর! ফের একবার করণ জোহরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন খান। শোনা গিয়েছিল বিষ্ণুবর্ধনের পরিচালনায় আসছে ‘বুল’। ছবিটি ২০২৫-এর ইদে মুক্তি পাবে, শুরুর দিকে এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু নাহ, এখন শোনা যাচ্ছে করণ জোহরের ‘বুল’-এ আর দেখা যাবে না সলমনকে। ভাইজান নিজেই নাকি এই প্রজেক্ট থেকে সরে আসার কথা করণকে জানিয়ে দিয়েছেন।
হ্যাঁ, ঠিকই শুনছেন। এর আগেও একাধিকবার ‘বুল’-এর শ্যুটিং আটকে গিয়েছে। প্রথমে ২০২৩-এর নভেম্বরে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে নানান মত বিরোধে ছবির কাজ প্রথমে জানুয়ারি, পরে ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয়। তবে তারপরও কাজ শুরু করা সম্ভব না হলে শ্যুটিং ২০২৪-এর মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। তাও সেটা দীর্ঘ আলোচনার পর। আর এখন শোনা যাচ্ছে, সলমন নাকি এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন-শনি মন্দিরে পুজো, দুঃস্থদের খাবার বিতরণ, ক্যামেরা দেখতেই এটা কেন করলেন সারা!
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, করণ জোহর শেষপর্যন্ত সলমনের কাছ থেকে জুলাই মাস পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিলেন। তবে বারবার প্রযোজক করণ জোহর ও পরিচালক বিষ্ণুবর্ধন নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার কারণে ছবি থেকেই সরে আসার সিদ্ধান্ত নেন সলমন। ভাইজান নাকি নিজেই বিনয়ের সঙ্গে করণকে এই ছবি থেকে সরে আসার কথা জানিয়েছেন। তিনি নাকি বলেন, ‘বারবার যখন ছবিটি পিছিয়ে যাচ্ছে, হয়ত নিয়তিই চাইছে না এই ছবি হোক, তার থেকে সরে আসাই ভালো।’ যদিও আগামীতে সুযোগ এলে ফের করণের সঙ্গে কাজ করবেন, এমনটাই নাকি জানিয়েছেন ভাইজান।