টলিপাড়ায় কান পাতলেই এখন কেবল ভাঙার শব্দ। একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে। মঙ্গলবার অভিনেত্রী সুস্মিতা রায় তাঁর জন্মদিনে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন। আর তার পর পরই ‘ভিডিয়ো বউমা’-খ্যাত অভিনেত্রী দীপ্সিতা মিত্রও জানালেন তাঁর বিয়ে ভাঙার খবর। কৌশিক চক্রবর্তী ও তিনি আলাদা হতে চলেছেন।
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
আরও পড়ুন: মারণরোগে আক্রান্ত ‘আরণ্যক’, তার মাঝেই নতুন নায়কের এন্ট্রি 'রোশনাই'-এ! কোন অভিনেতাকে দেখা যাবে?
মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমের পাতায় একটি স্টোরি শেয়ার করে অভিনেত্রী তাঁর ও কৌশিক চক্রবর্তীর বিচ্ছেদের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ভালোবেসে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তাঁরা। তারপর তিন বছরের মাথায় জানিয়ে দিলেন তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা।
আরও পড়ুন: হাতে কাজ নেই অনির্বাণের, ‘সিরিজ-সিনেমার জন্য কেউ আর ডাকেনি…’, অভিনয় বন্ধ হওয়া নিয়ে আশঙ্কায় নায়ক!
ঠিক কী লেখেন দীপ্সিতা?
তিনি মঙ্গলবার দুপুরে স্যোশাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, কৌশিক ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করার সত্ত্বেও, আমাদের আশা অনুযায়ী কিছু হয়নি। এই সিদ্ধান্তটা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়েছে, আমাদের ভালোবাসা এবং স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি যে আপনারা এই সময়ে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। অনুগ্রহ করে অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন। আমরা আলাদা ভাবে নতুন পথ চলা শুরু করছি, কিন্তু এখনও আমরা ভবিষ্যতের জন্য আপনাদের ভালোবাসা এবং শুভকামনা কামনা আশা করি। আপনারা পাশে থাকুন।’
আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে কেক কেটে জন্মদিন পালন রুক্মিণীর! ‘স্মরণীয়…’, আবেগে ভাসলেন নায়িকা
প্রসঙ্গত, ‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর সম্পর্কের শুরু। খুব অল্প সময় প্রেম করার পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: হয়ে গেল 'রোশনাই'-এর শেষ দিনের শ্যুটিং! 'দেড় বছর ধরে চলা…', আবেগে ভাসলেন পর্দার 'সুরঙ্গমা' উষসী
কাজের সূত্রে, দীপ্সিতাকে বর্তমানে 'ভিডিয়ো বউমা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। এর আগে তাঁকে বেশ কিছুদিনের জন্য 'রোশনাই' ধারাবাহিকেও দেখা গিয়েছিল। কৌশিককেও 'রোশনাই' ধারাবাহিকে দেখা গিয়েছিল।