1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2024, 06:14 PM ISTSubhasmita Kanji
Dev's Upcoming movie: কবে দেবের খাদান আসবে? ২০২৪ এর শেষ তিন মাসেই কি তবে পর পর মুক্তি পাবে তাঁর তিন ছবি? চিন্তায় ঘুম উড়েছে দেব ভক্তদের।
২০২৪ এর শেষ তিন মাসে আসছে দেবের তিনটি ছবি?
বছরের শুরুতেই একসঙ্গে তিনটে ধামাকেদার খবর জানিয়েছেন দেব। ২০২৪ সালে তাঁর যে তিনটি ছবি মুক্তি পাবে সেগুলোর সময় এবং নাম প্রকাশ্যে এনেছেন তিনি। আর তারপরই দেব ভক্তদের মাথা ঘুরে গিয়েছে। তাঁরা কেউই হিসেব নিকেষ করে বুঝে উঠতে পারছেন না যে দেবের এই ছবিগুলো কবে আসবে!
কবে আসবে দেবের খাদান?
২০২৪ সালের একদম শুরুতে দেব জানান পুজোর সময় আসছে তাঁর টেক্কা। এই ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। দেবের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ থাকবেন। এই ছবিটি দেবের ৪৫ নম্বর ছবি।
তারপরই তিনি জানান যে বছরের শেষে আসবে অভিজিৎ সেন পরিচালিত ছবি। গত তিন বছর ধরে তাঁদের এই পরিচালক অভিনেতা জুটির ছবি বড়দিনের ঠিক মুখে মুক্তি পাচ্ছে। ২০২৪ সালেও তার অন্যথা হবে না। অর্থাৎ এই বছরের মতোই পুজো এবং বড়দিনে আসছে দেবের ছবি।
তারপরই ঘোষণা করা হল দেব ৪৬ নম্বর ছবি খাদানের। ইতিমধ্যে এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এই ছবিতে দেব ছাড়াও থাকবেন সৌমিতৃষা কুণ্ডু এবং ইধিকা পাল। তবে দেবের ভক্তদের এখানেই মনে প্রশ্ন জাগছে যে এই ছবিটি কবে আসবে? টেক্কা ৪৫ নম্বর ছবি হয়ে যদি অক্টোবরে আসে, আর অভিজিৎ সেনের ছবি ডিসেম্বরে, তাহলে খাদান ছবিটি কি নভেম্বরে আসবে? বছরের শেষে পর পর তিনটি ছবি মুক্তি পাবে? এই হিসেব নিকেষ কষে কষে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাঁদের।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই বিষয়ে একটি ভিডিয়ো বানিয়ে সেটা পোস্ট করেন। তার ক্যাপশনে লেখেন 'এত চিন্তা বাদ দিয়ে টুয়েলভথ ফেল দেখে কয়েক ঘণ্টার জন্য পড়তে বসে যাও, এই ৪৫/৪৬ এর চক্কর হল শুটিং অনুযায়ী। আগে টেক্কার শুটিং হচ্ছে তাই ওটা ৪৫, তারপর খাদানের শুটিং শুরু তাই ওটা ৪৬।' তিনি তাঁর সেই পোস্টে স্পষ্ট করে দেন যে আগে টেক্কার শুটিং হবে তারপর খাদান ছবিটির। কিন্তু সেটা কবে মুক্তি পাবে সেটা স্পষ্ট নয়। তবে ২০২৪ এই যে এই ছবি আসবে সেটা নিশ্চিত।