বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: হাতে ক্রাচ নিয়ে ছবি দেওয়ার পরদিনই বড় চমক! আগামী সপ্তাহ থেকেই ‘ওয়ার ২’ শুট শুরু হৃতিকের
পরবর্তী খবর
Hrithik Roshan: হাতে ক্রাচ নিয়ে ছবি দেওয়ার পরদিনই বড় চমক! আগামী সপ্তাহ থেকেই ‘ওয়ার ২’ শুট শুরু হৃতিকের
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2024, 05:12 PM ISTSubhasmita Kanji
Hrithik Roshan: আগামী সপ্তাহেই হৃতিক রোশন শুরু করছেন ওয়ার ২ ছবির শুটিং? প্রথমেই শুরু অ্যাকশন দৃশ্য শুট করবেন তিনি।
আগামী সপ্তাহ থেকেই ‘ওয়ার ২’ শুট শুরু হৃতিকের
গত মাসেই মুক্তি পেয়েছিল ফাইটার। সেই ছবি দিয়ে নজর কেড়েছিলেন হৃতিক রোশন। ভরপুর অ্যাকশন, রোম্যান্সে ভরা এই ছবিতে তাক লাগিয়েছিলেন তিনি। তবে বক্স অফিসে খুব একটা দাপিয়ে ব্যবসা করেনি এই ছবি। তবে ভারতে ২০০ কোটি আয় করেছে। এবার সেই ছবির পর তিনি তাঁর সম্পূর্ণ মন দিয়েছেন ওয়ার ২ ছবিতে। জানা গিয়েছে এই ছবিটির শুটিং তিনি শীঘ্রই শুরু করতে চলেছেন। ছবিটির পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়।
ওয়ার ২ ছবির শুটিং শুরু হৃতিকের
সূত্রের খবর অনুযায়ী প্রস্তুতি শেষ। এবার হৃতিক রোশন পুরোপুরি প্রস্তুত তাঁর আগামী ছবির জন্য। আগামী সপ্তাহ থেকেই হৃতিক ছবিটির শুটিং শুরু করতে চলেছেন। সূত্রের তরফে জানানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি ওয়ার ২ ছবিটির শুটিং শুরু করবেন। এমনটাই টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, 'আর দেরি নয়। ওয়ার ২ ছবিটির শুটিং ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে।' অয়ন মুখোপাধ্যায়ের ছবির জন্য সেট সম্পূর্ণ ভাবে রেডি।
ওয়ার ২ ছবিটির প্রস্তুতি
ওয়ার ২ ছবিটির জন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন হৃতিক রোশন। তিনি যথেষ্ট কসরত করেছেন এই ছবির জন্য তাঁর চেহারা তৈরি করার জন্য। জানা গিয়েছে এটি অ্যাকশনে ভরপুর একটি ছবি হতে চলেছে। এই ছবিতে আবারও কবীর হয়ে ফিরতে চলেছেন হৃতিক। টাইগার ৩ ছবিটির শেষ দৃশ্যে ওয়ার ২ এবং কবীরের ফেরার বার্তা দেওয়া হয়েছিল যখন গত বছর দীপাবলির সময় মুক্তি পেয়েছিল সেই ছবিটি।
ওয়ার ২ ছবিটি যশরাজ স্পাইভার্সের পরবর্তী ছবি হতে চলেছে। এখানে কবীরের চরিত্রে দেখা যাবে হৃতিককে। এখানে হৃতিক ছাড়াও থাকবেন জুনিয়র এনটিআর। এছাড়া কিয়ারা আডবানি থাকবেন মুখ্য মহিলা চরিত্রে। প্রসঙ্গত এই ছবির জন্য কিয়ারা মার্শিয়াল আর্ট শিখেছেন। ২০১৯ সালে ওয়ার মুক্তি পেয়েছিল, সেখানে হৃতিক ছাড়াও ছিলেন টাইগার শ্রফ।