এখনও অভিনয় দুনিয়ায় পা রাখেননি, তবে তারকা সন্তান হওয়ার দৌলতে প্রায়দিনই চর্চায় থাকেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সইফ-অমৃতার ছেলে ইব্রাহিমের একটি ভিডিয়ো। যেখানে 'জয় শ্রীরাম, জয় শ্রীরাম' বলে চিৎকার করতে দেখা যাচ্ছে ইব্রাহিমকে। যে ভিডিয়ো আচমকা দেখলে যে কেউ হয়ত ভাববেন, ‘আরে ইব্রাহিমের হলটা কী?’
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইব্রাহিমের গাড়ির সামনে ভিড় করেছেন বেশ কয়েকজন ভিক্ষুক। এদিকে ইব্রাহিমের কাছে তখন নগদ (ক্য়াশ) টাকা ছিল না। অগত্যা তাই তিনি চেয়েও দিতে পারছিলেন না। এদিকে ইব্রাহিম টাকা না দিলে ভিক্ষুকরা তাঁকে কথা শুনিয়ে দেন। একজন বলেন, ‘৫ রুপায় সে কেয়া হো জায়েগা সাব? (৫টাকা দিলে আপনার কী এমন ক্ষতি হয়ে যাবে!)’ উত্তরে ইব্রাহিম বলেন, ‘আরে পাঁচ রুপায় সে কুছ নাই হোগা কিন্তু হোনা ভি তো চাহিয়ে না? (আরে ৫টাকা দিতে তো সমস্য়া নেই, কিন্তু টাকা তো কাছে থাকতে হবে তাই না?)’ যদিও ইব্রাহিমকে তাঁর ড্রাইভারের থেকেও টাকা চাইতে দেখা যায়, তবে তিনিও জানান, তাঁর কাছেও টাকা নেই। অগত্যা সইফ পুত্র আর কীই বা করতে পারতেন!
এরপরই ভিক্ষুক বলে বসেন, ‘আপকা পাপা বহোত দিলদার হ্যায়', অর্থাৎ আপনার থেকে আপনার বাবার মন অনেক ভালো।’ তখনই কিছুটা ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম বলেন, ‘তো মেরে পাপাকো ফোন কর…(তাহলে আমার বাবাকেই ফোন করো)’ এরপরই হাতজোর করে 'জয় শ্রীরাম' বলে নিষ্কৃতি চান ইব্রাহিম। তবে অনেক ভিক্ষুকদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন-ফের কাছাকাছি শাহিদ-করিনা, অজন্তেই তৈরি হয়ে গেল 'জব উই মেট'-এর সেই মুহূর্ত! তারপর?
আরও পড়ুন-'সংসদেও বাইসেপ দেখাতে চলে আসেন…', রাহুল গান্ধীকে 'জিম ট্রেনার' বলে বসলেন কঙ্গনা রানাওয়াত