বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Celeb's Picnic: গিটার হাতে ‘বোঝেনা সে বোঝেনা’ গান ধরেছেন ইন্দ্রদীপ, সুর মেলালেন পরম-অনির্বাণ-শুভশ্রীরা
পরবর্তী খবর
Tollywood Celeb's Picnic: গিটার হাতে ‘বোঝেনা সে বোঝেনা’ গান ধরেছেন ইন্দ্রদীপ, সুর মেলালেন পরম-অনির্বাণ-শুভশ্রীরা
1 মিনিটে পড়ুন Updated: 16 Jan 2024, 10:35 AM ISTRanita Goswami
২০১২-তে মুক্তি পাওয়া রাজের ব্লকবাস্টার ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র সেই জনপ্রিয় টাইটেল ট্র্যাক এটি। মূল গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। তবে প্রসেনের কথায় গানটি সুর করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজেই। পিকনিকে ইন্দ্রদীপ গানটি ধরতেই চারপাশ থেকে শোনা গেল ‘আহা আহা…’।
টলিপাড়ার পিকনিক
পিকনিকের আয়োজন হয়েছিল ২৪ পরগনার এক রাজবাড়িতে। কে না ছিলেন সেখানে। রাজ, শুভশ্রী, শ্রাবন্তী, পাওলি, পরমব্রত, অনির্বাণ, সৌরভ, ছিলেন টলিপাড়ার প্রথমসারির প্রায় সব তারকাই। খানাপিনার সঙ্গে নাচে, গানে জমজমাট ছিল সেলেবদের পিকনিকের সেই আসর। আর সেখানেই নদীর পাড়ে বসে গান ধরেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বোঝেনা সে বোঝেনা…’
হ্য়াঁ, ২০১২-তে মুক্তি পাওয়া রাজের ব্লকবাস্টার ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র সেই জনপ্রিয় টাইটেল ট্র্যাক এটি। মূল গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। তবে প্রসেনের কথায় গানটি সুর করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজেই। পিকনিকে ইন্দ্রদীপ গানটি ধরতেই চারপাশ থেকে শোনা গেল ‘আহা আহা…’। ইন্দ্রদীপের সুরে সুর মিলিয়ে গানটি গাইতে লাগলেন সামনে বসে থাকা পরমব্রত, অনির্বাণ। তারই ঠিক পাশে গানটি গাইতে দেখা গেল বিদিপ্তাকেও, তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিদিপ্তার পরিচালক স্বামী বিরসা দাশগুপ্ত, দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্যায়কেও, পিছনে উঁকি দিলেন কৌশিক পুত্র উজান। সেখানেই বসেছিলেন SVF-এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা (প্রসঙ্গত রাজের বোঝেনা সে বোঝেনা এই ছবির প্রযোজনা করেছিল SVF)। শ্রীকান্ত মোহতার পাশে দাঁড়িয়ে সৃজিত মুখোপাধ্যায়কেও ঘাড় নাড়তে দেখা গেল। হাসিখুশি দেখা মিলল টলিপাড়ার নতুন বাবা-মা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষকে। দেখা মিলল সৌরভ দাস, অভিজিৎ সেন সহ অন্যান্যদের। গুনগুন করতে করতে সেখানে এসে দাঁড়ালেন শুভশ্রী।