গল্পকারের কু-প্রস্তাব, সায় দেননি দর্শনা, আর সেকারণেই নাকি বাংলাদেশের ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এদিকে গল্পকার বলছেন উল্টোকথা। দাবি, নেহাতই রসিকতা ছিল, কোনও খারাপ প্রস্তাব তিনি দেননি।
দর্শনা বণিক
বাংলাদেশের একটা ছবিতে কাজ করার কথা ছিল দর্শনা বণিকের। জুটি বাঁধার কথা ছিল সেদেশের অভিনেতা আদর আজাদের সঙ্গে। তবে সাম্প্রতিক খবর, সেই ছবি থেকে বাদ পড়েছেন দর্শনা। এই ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যমকে ছবির চিত্রনাট্যকার কারণ ব্যখ্যা করে জানিয়েছেন, ভিসা সমস্যার কারণেই বাদ দেওয়া হয়েছে দর্শনা বণিককে। যদিও নাকি ছবি থেকে বাদ পড়ার খবর সম্পর্কে অবগতই ছিলেন না অভিনেত্রী।
এই ঘটনায় আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে গল্পকারের সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন দর্শনা বণিক। তাঁদের সেই কথাবার্তা থেকে জানা যায়, ছবির বিষয়ে কথা বলতে, চুক্তিপত্রে সই করাতে প্রযোজক কলকাতায় আসতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে ছবির বিষয়ে জানতে দর্শনা যখন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তখন মজার ছলে তাঁকে কু-প্রস্তাব দেওয়া হয়। আর সেকারণেই ভীষণ বিরক্ত হয়েছিলেন দর্শনা বণিক।
দর্শনা বণিক আনন্দবাজারকে জানান, কলকাতায় এসে জাহিরবাবুদের ছবিটিতে তাঁকে সই করানোর কথা ছিল। পরে তাঁরা কবে আসছেন জানার জন্য দর্শনাই পাল্টা যোগাযোগ করেন। আর তারপরই খারাপ প্রস্তাব দেওয়া হয়। দর্শনা জানান, তিনি পাত্তা না দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে বিরক্ত। তারপর আর নির্মাতাদের তরফে অভিনেত্রীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি। আর এখন তিনি শুনছেন তাঁকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শনার কথায়, ‘এটা নিশ্চয় ভিসা সংক্রান্ত সমস্যা নয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করা হত। তাহলে বুঝে নিতে হয়, ওঁরা যেধরনের মেসেজ করেছিলেন, তার উত্তর না পেয়েই ছবি থেকে বাদ দিয়েছেন।’