বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaan Kumar Sanu: প্রথমবার দুর্গাপুজোয় কলকাতায় শানু পুত্র, নতুন গান উপহার জান কুমার শানুর
পরবর্তী খবর
প্রথমবার পুজোর গান মুক্তি পেল গায়ক কুমার শানু পুত্র জান কুমার শানুর। নতুন এই গানের নাম 'ভালোবাসার সুরে ঠিকানা'। এই বছর প্রথমবার দুর্গাপুজোয় কলকাতায় থাকবেন জান কুমার শানু। তাই শহরবাসীর জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন নিজের নতুন গান। কুমার শানু ও তাঁর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের কনিষ্ঠ সন্তান জান।
'ভালোবাসার সুরে ঠিকানা' গানটি তৈরি হওয়ার নেপথ্যে তাঁর মা রীতা ও দেবী দুর্গার অনেক আশীর্বাদ আছে বলেই মনে করেন এই শিল্পী। তাঁর নতুন গান জুড়ে আছে রেট্রো ফিল। গায়ক মনে করেন, এই বিশেষ অনুভূতি তিলোত্তমার মানুষের মন জয় করবে। নতুন পুজোর গান আসলে তাঁর পরিবারের চিরাচরিত রীতির প্রতিই তাঁর শ্রদ্ধাজ্ঞলি বলে জানিয়েছেন জান কুমার শানু। আরও পড়ুন: অযোধ্যায় ‘লতা মঙ্গেশকর চক’ উপহার প্রধানমন্ত্রীর, আকর্ষণের কেন্দ্র বিশাল বীণা