এবার কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী। বিজেপি সাংসদ তথা অভিনেত্রী তাঁর দলের সাংসদদের আক্রমণের ঘটনায় এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দিকে আঙুল তুললেন। সংসদে ধাক্কাধাক্কি, আর তাতেই রাহুল গান্ধীকে এবার জিম ট্রেনার বলে আক্রমণ করে বসেছেন 'কুইন'।
ঠিক কী ঘটেছে?
ঘটনার সূত্রপাত ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি ঘটনা ঘটে। ঘটনার জেরে সংসদের মধ্যেই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ কংগ্রেসের রাহুল। তবে তাঁকে এবার আক্রমণ করতে ছাড়লেন না 'বলিপাড়ার' ‘কুইন’।
আরও পড়ুন- ছেলেকে পিয়ানো শেখাচ্ছেন শ্রেয়া ঘোষাল, ভাইরাল মুহূর্ত…
আরও পড়ুন-ফের কাছাকাছি শাহিদ-করিনা, অজন্তেই তৈরি হয়ে গেল 'জব উই মেট'-এর সেই মুহূর্ত! তারপর?
ঠিক কী বলেছেন কঙ্গনা রানাওয়াত?
কঙ্গনা ANI-কে বলেন, ‘এটা লজ্জাজনক। আমাদের একজন সাংসদের চোট এতটাই গুরুতর যে সেলাইও পড়েছে। ওঁরা (কংগ্রেস) ওঁরা ডঃ বিআর আম্বেদকর বা সংবিধান সম্পর্কে যে সবসময়ই মিথ্যাচার করেছে। ওঁদের হিংসা এবার আজ সংসদেও পৌঁছে গিয়েছে।’