বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan on Ibrahim-Khushi Movie:জল্পনায় ইতি, সইফ পুত্র ইব্রাহিম এবং খুশি কাপুরকে নিয়ে ছবি আনছেন করণ! কোথায় মুক্তি পাবে?
পরবর্তী খবর
Karan on Ibrahim-Khushi Movie:জল্পনায় ইতি, সইফ পুত্র ইব্রাহিম এবং খুশি কাপুরকে নিয়ে ছবি আনছেন করণ! কোথায় মুক্তি পাবে?
1 মিনিটে পড়ুন Updated: 21 Jan 2024, 06:07 PM ISTSubhasmita Kanji
Karan on Ibrahim-Khushi Movie: ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুরকে নিয়ে একটি রমকম বানাতে চলেছেন করণ জোহর! নিজেই সেই বিষয়ে কী ইঙ্গিত দিলেন।
ইব্রাহিম এবং খুশি কাপুরকে নিয়ে ছবি আনছেন করণ
এতদিনের গুঞ্জনে সিলমোহর পড়ল। করণ জোহর এবার নিজেই ঘোষণা করলেন যে তিনি সইফ পুট ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি আনতে চলেছেন। শোনা যাচ্ছে ছবিটি নাকি ওয়েব মাধ্যমে অর্থাৎ কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে একটা জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ছবিটির পরিচালনা করবেন শাওনা গৌতম। এদিন প্রযোজক করণ জোহর পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন ছবিটির প্রযোজনা কাজ শুরু হওয়ার পর।
রবিবার ইনস্টাগ্রামে করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন এবং সেখানেই তিনি ঘোষণা করেন যে পরিচালক হিসেবে শাওনা গৌতমের সফর শুরু হল। করণ এদিন শাওনার একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তাঁকে হাতে একটি ক্লিপবোর্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ক্লিপবোর্ডে লেখা চলো শুরু করা যাক, ডে ওয়ান। সেই বোর্ডের করণের কম্পাঞ্জ ধর্মাটিক এন্টারটেইনমেন্টের লোগো দেখা যাচ্ছে। সঙ্গে যে ওটিটি মাধ্যমে এই ছবিটি মুক্তি পাবে সেটার লোগো দেখা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবিটি।
করণ এদিন এই ছবিটির ক্যাপশনে লেখেন, 'আমার অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল শাওনা গৌতম তম জন্য। তোমার প্রথম পরিচালিত ছবির প্রথম দিন। একটা বড় দিন। একটা আজীবনের স্মৃতি।'
করণের পোস্ট
করণের এই পোস্টে নিতু কাপুর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শাওনা গৌতমের উদ্দেশ্যে লেখেন, 'ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমার জন্য ভীষণ গর্বিত আমি।' রিয়া কাপুর শাওনা গৌতম এবং খুশি কাপুরকে শুভেচ্ছা জানান এই ছবিটি পোস্ট করে। বাদ যান না তাঁর মাও।