Ibrahim-Khushi Movie: করণের প্রযোজনায় তৈরি ‘সরজমিন’ ছবির মাধ্যমেই ইব্রাহিমের বলিউড সফর শুরু হবে। আর তাতেই ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে খুশি কাপুরকে।
ইব্রাহিম-খুশি
করণ জোহরের ছবিতে অভিনয় করছেন ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুর। এর আগেই করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম। এবার সইফ পুত্র এবং শ্রীদেবীর ছোট মেয়েকে নিয়ে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি আনতে চলেছেন করণ। ইতিমধ্যে শুরু হয়েছে সেই ছবির শ্যুটিং।
ছবির শ্যুটিং ফ্লোর থেকে ইব্রাহিম এবং খুশির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে, চারিদিকে লাইট-ক্যামেরা, ফ্লোরে শ্যুটিং চলছে আর ক্যামেরার সামনে অভিনয় করছেন ইব্রাহিম-খুশি। দুজনেই নিজেদের কাজে মগ্ন। ফ্লোর থেকে সেই ভিডিয়ো তোলা হয়েছে। দিল্লিতে সুন্দর নার্সারিতে হয়েছে শ্যুটিং। আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, সুকান্তরা, খোঁজ নিলেন রুদ্রনীল, কী জানালেন মিমো
বলিউডের একাধিক তারকার জীবনে ‘লাভ গুরু’র ভূমিকা পালন করেছেন করণ। তবে এবার যা হচ্ছে সবই বড়পর্দার খাতিরে। করণের প্রযোজনায় তৈরি ‘সরজমিন’ ছবির মাধ্যমেই ইব্রাহিমের বলিউড সফর শুরু হবে। আর তাতেই ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে খুশি কাপুরকে। এই ছবিটির পরিচালকের আসনে শাওনা গৌতম। আরও পড়ুন: ৬০ বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাঁকে বিয়ে করলেন, জানালেন ১৮-র তিশা