অভিনেতা কিয়ারা আডবানি আর সিদ্ধার্থ মলহোত্রা গত ১ বছর ধরে একে-অপরের সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। যদিও এই নিয়ে এখনও মুখে রা কাটেননি কেউই। ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন কিয়ারা। আর সেখান থেকে ‘প্রেমিক’কেই কেটে বাদ দিয়ে দিয়েছেন! আর এই বিষয়টা মোটেও নজরে এড়ায়নি সিদ্ধার্থের।
ভিডিয়ো শেয়ার করে কিয়ারা সোমবার লেখেন, “Happy Independence Day"। যেখানে দেখা যাচ্ছে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে পতাকা নাড়ছেন তিনি। আর তাতে সিদ্ধার্থ কমেন্ট করেন, ‘ধন্যবাদ আমাকে কেটে বাদ দেওয়ার কারণে।’ আর তাতে কিয়ারা জবাব দেন, ‘কেন তোমার হাতটা আরও পড়ুন: রাঘব জুয়ালের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শেহনাজ গিল! হৃষিকেশ ঘুরছেন
আর কমেন্টের এই থ্রেডে দুজনের একাধিক ভক্তও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তোমরা ভিকি আর ক্যাটরিনার মতো সোজা বিয়ের খবর তাই না?’ আরেকজন লিখেছেন, ‘আরে কিয়ারা কেন তুমি কাটলে সিদ্ধার্থকে ভিডিয়ো থেকে। এটা কিন্তু ঠিক হয়নি।’ একাধিক লাফিং ইমোজি পড়েছে এখানে। আরেক ভক্ত আবার লিখেছেন, ‘সিদ্ধার্থ-কিয়ারা আমার ড্রামা খুব ভালো লাগে। প্লিজ করে যাও।’
২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে কাজের সময় থেকেই সম্পর্কে আছেন সিদ্ধার্থ আর কিয়ারা। সুপারহিট হয়েছিল ছবিখানা। দর্শক খুব পছন্দ করেছিল দুজনকে একসঙ্গে। এমনকী ভাইয়া-ভাবি বলে ডাকাও শুরু করে দিয়েছিল ভক্তরা। গত মাসে অভিনেতার ৩০ বছরের জন্মদিন উদযাপনে দুবাইতেও গিয়েছিলেন তাঁরা একসঙ্গে।
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের পর কেমন আছেন রাজু শ্রীবাস্তব? খবর দিলেন কমেডিয়ানের সেক্রেটারি।