সায়রা বানু আরও বলেন, 'আজ বিশেষ করে আমরা আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে দিনভর প্রার্থনা ও কোরআন খানি করব। ওঁর কবর দেখতে যাব এবং সেখানে প্রার্থনা করারও পরিকল্পনা করছি। প্রতিদিন অভাবীদের মধ্যে খাবার বিতরণ করি কিন্তু আজ আমরা বিরিয়ানি, কাবাব এবং শির কোরমা সহ সাহাবের কিছু প্রিয় খাবার বানাব।
সায়রা বানু-দিলীপ কুমার
আজ ৭ জুলাই, দিলীপ কুমারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। আর এই দিনেই প্রথমবারের জন্য ইনস্টাগ্রামে হাজির হলেন সায়রা বানু। নিজের পোস্টে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারকে ‘কোহিনূর’ বলে উল্লেখ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
দিলীপ কুমারের সঙ্গে নিজের ছবি দিয়ে লেখেন, ‘আজ এই পোস্ট করছি তাঁদের জন্য যাঁদের ভালোবাসা দিলীপ কুমারের মৃত্যুর পরও আমায় বাঁচিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা যাঁরা আমার কোহিনূর, দিলীপ কুমার সাহেবের প্রতি তাঁদের চিরস্থায়ী আবেগ, ভালবাসা এবং শ্রদ্ধা দিয়ে আজ অবধি আমাকে বাঁচিয়ে রেখেছেন। ৭ই জুলাই সকাল ৭টায় উনি চিরনিদ্রায় ডুব দিয়েছিলেন।’ সায়রা বানু আরও লেখেন, ‘আজ অবধি, আমি অনুভব করি যে উনি আমার সঙ্গেই রয়েছেন এবং যাই হোক না কেন আমরা এখনও জীবনের পথে একসঙ্গে হাঁটব, হাতে হাত রেখে, আমাদের চিন্তায় এক হয়ে সময়ের শেষ অবধি।’