বাংলা নিউজ > বায়োস্কোপ > Soda Song: 'ভাষা কী কম পড়িয়াছে?' যশ-নুসরাতের ছবির গানে 'গালাগালি'! সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
পরবর্তী খবর
Soda Song: 'ভাষা কী কম পড়িয়াছে?' যশ-নুসরাতের ছবির গানে 'গালাগালি'! সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
1 মিনিটে পড়ুন Updated: 21 Jan 2024, 03:11 PM ISTSubhasmita Kanji
Soda Song: সেন্টিমেন্টাল ছবিটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবির বদলে তার সোডা সং নিয়ে চর্চায় মেতে উঠেছে নেটপাড়া।
সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
সদ্যই মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত ছবি সেন্টিমেন্টাল। এই ছবিটির প্রযোজনা তাঁরাই অর্থাৎ তাঁদের প্রযোজনা সংস্থাই করেছে। এখানকার একটি গান হল সোডা সং। সম্প্রতি সেই গানটি নিয়েই হইচই পড়ে গিয়েছে। হচ্ছে চরম ট্রোল।
সেন্টিমেন্টাল ছবির সোডা সং নিয়ে ট্রোল
সেন্টিমেন্টাল ছবির আইটেম সং হচ্ছে সোডা সং। এই গানটিতে ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তৃণা সাহা এবং তাঁর বেটার হাফ নীল ভট্টাচার্য পারফর্ম করেছেন। গানটি ইতিমধ্যেই সাড়া পেয়েছে। গেয়েছেন ইশান মিত্র এবং শুচিস্মিতা চক্রবর্তী। লিখেছেন প্রসেন। এবং গানটি কম্পোজ করেছেন অম্লান এ চক্রবর্তী। তবে গোল বেঁধেছে অন্য জায়গায়। গানটির যেটা ক্যাচলাইন সেটা এমন ভাবে গাওয়া হয়েছে যে হুট করে শুনলে একটি বিশেষ গালাগালি বলেই ভ্রম হয়। আর ঠিক সেই ভ্রমই করে বসেছেন নেটপাড়ার বাসিন্দারা। আর তাতে তাঁরা ভারী মজা পেয়েছেন। কেউ আবার বেজায় চটেও গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জমিয়ে চলছে ট্রোল। এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ভিডিয়ো একপ্রকার ভাইরাল যে সেটা বলাই যায়।
এক ব্যক্তি ক্ষোভ উগরে লেখেন, 'পকেটে লিরিক্স না থাকলে পারলে বাংলা ডিক্সনারি খুলুন। এসব গান বানাবেন না দয়া করে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ধন্যবাদ ভোজপুরি সংস্কৃতির সঙ্গে বাংলা সংস্কৃতির মিলন ঘটানোর জন্য, আপনাদের এই অনবদ্য অবদান বাংলার সঙ্গীতের ইতিহাসে এক অন্যতম মাইলফলক হিসেবে মনে রাখবে ভবিষ্যত প্রজন্ম।' তৃতীয় ব্যক্তি নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি, তাই উল্টে প্রশ্ন করে লেখেন, 'আমি কি ঠিক শুনেছি?' কেউ কেউ আবার রাগ প্রকাশ করে লিখেছেন, 'সব কিছু এই বাড়াবাড়ি না করলেই চলে। অসহ্য।'