Swara Bhasker Walima ceremony: ‘ওয়ালিমা’ দিয়ে শেষ উদযাপন, স্বরা-ফাহাদের বিয়ের অনুষ্ঠানের শেষ পর্বে কী কী হল
Updated: 21 Mar 2023, 06:48 PM IST Priyanka Bose 21 Mar 2023 স্বরা ভাস্কর, পাকিস্তানি লেহেঙ্গা, ওয়ালিমা অনুষ্ঠান, ফাহাদ আহমেদ, স্বরা ভাস্কর পাকিস্তানি লেহেঙ্গা, Swara Bhasker, Swara Bhasker Walima ceremony, Fahas Ahmadবিয়ের শেষ অনুষ্ঠান ‘ওয়ালিমা’, পাকিস্তানি লেহেঙ্গা... more
বিয়ের শেষ অনুষ্ঠান ‘ওয়ালিমা’, পাকিস্তানি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ওয়ালিমা অনুষ্ঠানে বরেলিতে ফাহাদের বাড়িতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। এ দিন জমকালো সোনালি লেহেঙ্গায় সেজে উঠেছিলেন স্বরা। ঝলমলে সোনালি শেরওয়ানিতে দেখা মেলে ফাহাদের।
সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে দিল্লিতে ধুমধাম করে বিয়ে সেরেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ অভিনেত্রী স্বরা ভাস্বর। সলমনের অনস্ক্রিন বোন গত মাসেই বিশেষ বিবাহ আইনের আওতায় বিয়ে করেছিলেন ফায়াদকে। আইনি বিয়ের পর সামাজিক রীতি মেনে বিয়ে করেন দু'জনে। বরেলিতে ফাহাদের বাড়িতে বসেছিল ওয়ালিমা অনুষ্ঠান।
পরবর্তী ফটো গ্যালারি