বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastava: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রাজু, এখন কেমন আছেন কমেডিয়ান?
পরবর্তী খবর
Raju Srivastava: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রাজু, এখন কেমন আছেন কমেডিয়ান?
1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2022, 10:17 AM ISTSanchari Kar
Raju Srivastava health update: রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। জনপ্রিয়তা পেতে শুরু করেন আটের দশকের শেষের দিকে থেকে। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে আসে কাঙ্ক্ষিত সাফল্য।
হাসপাতালে ভর্তি রাজু।
হৃদরোগে আক্রান্ত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করতে গিয়ে বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি দিল্লির এমসে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, রাজু এখনও পুরোপুরি সুস্থ নন। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসায় সারা দিচ্ছেন।
রাজুর তুতো ভাই অশোক শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী। তিনি বলেন, 'ও প্রত্যেক দিনের মতো শরীরচর্চা করছিল। ট্রেডমিলে দৌড়তে গিয়ে আচমকা পড়ে যায়। অসুস্থ হওয়ার পরে ওকে এমসে নিয়ে আসা হয়।' স্বামীর অসুস্থতার কথা পেয়ে তাঁকে দেখতে দিল্লি ছুটে যান শিখা শ্রীবাস্তব।(আরও পড়ুন: জিমেই হার্ট অ্যাটাক, পড়ে গেলেন ট্রেডমিলে, এইমসে ভর্তি কমেডিয়ান রাজু শ্রীবাস্তব)
রাজুর সহকর্মী সুনীল পাল জানিয়েছেন, 'এখন ও সুস্থ আছে। বিপদ কেটে গিয়েছে।'
রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। জনপ্রিয়তা পেতে শুরু করেন আটের দশকের শেষের দিকে থেকে। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মানুষকে হাসাতে তাঁর জুড়ি মেলা ভার। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।