1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 08:19 AM ISTTulika Samadder
ঝলক দিখলা যা সিজন ১১-র বিজেতার ট্রফি উঠল মনীষা রানির হাতে! অদ্রিজা সিনহা, শোয়েব ইব্রাহিমকে হারিয়ে বিগ বস-এর এই প্রাক্তন প্রতিযোগী শো জিতেছেন বলে খবর আসছে।
ঝলক দিখলা যা ১১-এর বিজেতা মনীষা রানি!
সাড়ে ৩ মাসের তীব্র লড়াইয়ের পর, ঝলক দিখলা জা ১১ অবশেষে তাঁর বিজয়ী পেয়েছে। জানা যাচ্ছে, মনীষা রানি, যিনি ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেছিলেন, তিনি ইতিহাস তৈরি করেছেন। কারণ এভাবে ওয়াইল্ড কার্ড হিসেবে অংশ নিয়ে ট্রফি জেতা প্রথম প্রতিযোগী তিনিই। বিগ বস-খ্যাত মনীষা এই সেলেব্রিটি রিয়েলিটি শো-এর মাঝামাঝি সময়ে প্রবেশ করেছিলেন কিন্তু তাঁর অনবদ্য নাচের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নেন।
সহ-প্রতিযোগী থেকে শুরু করে ঝলক দিখলা যা-র তিন বিচারক, দর্শক, এমনকী শো-তে আসা অতিথি বিচারকরাও প্রশংসায় ভরিয়েছিলেন মনীষাকে। অবশেষে হাতে তুললেন ঝলকের ১১ নম্বর সিজনের ট্রফি। সূত্র অনুসারে অদ্রিজা সিনহা, শোয়েব ইব্রাহিম এবং মনীষা রানী শীর্ষ তিনে ছিলেন। মুম্বইয়ের একটি স্টুডিয়োতে ফাইনালের শুটিং করা হয়েছিল এবং এটি একটি তারকা-খচিত ব্যাপার ছিল। এসেছিলেন সারা আলি খান, বিজয় বর্মা, হুমা কুরেশিরা।
তবে এরপর ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন মনীষা রানি, ধনশ্রী বর্মা, সাগর পারেখ, নিকিতা গান্ধীরা। যাই হোক, কয়েক মাস কঠোর পরিশ্রমের পরে, শুধুমাত্র ধনশ্রী এবং মনীষা পৌঁছতে পারেন ফাইনালে।
ক্লাসিকাল থেকে রোমান্টিক, হিপ-হপ থেকে কনটেম্পোরারি, একাধিক ডান্স ফর্ম পারফর্ম করেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। শাহিদ কাপুর যখন এসেছিলেন, প্রশংসায় ভরিয়েছিলেন মণীষাকে।
চলতি সিজনে বিচারকের আসনে ছিলেন আরশাদ ওয়ারসি, মালাইকা অরোরা এবং ফারাহ খান। ঝলক দিখলা জা সিজন ১১ সঞ্চালনা করেন গওহর খান এবং ঋত্বিক ধনজানি।