বাংলা নিউজ > বায়োস্কোপ > Rishabh Pant Accident: ‘ওঁর অবস্থা স্থিতিশীল’, উত্তরাখণ্ডের হাসপাতালে ঋষভের সঙ্গে দেখা করলেন অনিল-অনুপম
পরবর্তী খবর
Rishabh Pant Accident: ‘ওঁর অবস্থা স্থিতিশীল’, উত্তরাখণ্ডের হাসপাতালে ঋষভের সঙ্গে দেখা করলেন অনিল-অনুপম
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2022, 10:14 AM ISTPriyanka Bose
Rishabh Pant Accident: শুক্রবার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তারকা উইকেটরক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর এবং অনুপম খের। তাঁরা জানিয়েছেন, ‘আমরা ঋষভ এবং ওঁর মায়ের সঙ্গে দেখা করেছি…’।
কেমন আছেন ঋষভ পন্ত?
প্ল্যান ছিল নতুন বছরে মাকে সারপ্রাইজ দেবেন। তাই নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ক্রিকেটার ঋষভ পন্থ। কিন্তু পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন এই ভারতীয় ক্রিকেটার।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। তাঁকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভর্তি করা হয়। রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করার পরে, পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের সরকার ভারতের তারকা কিপারের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে।
শুক্রবার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তারকা উইকেটরক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর এবং অনুপম খের। এরপর সংবাদমাধ্যম এএনআই-এর মুখোমুখি হয়ে তাঁরা জানিয়ছেন, ‘আমরা ঋষভ এবং ওঁর মায়ের সঙ্গে দেখা করেছি। ওঁর অবস্থা স্থিতিশীল। ওর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবাই প্রার্থনা করুন।’