বাংলা নিউজ > বায়োস্কোপ > Saheb Bhattacharjee: পরনে জোড়-মালা, চর্চার মধ্যে সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন সাহেব?
পরবর্তী খবর
Saheb Bhattacharjee: পরনে জোড়-মালা, চর্চার মধ্যে সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন সাহেব?
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2024, 11:56 PM ISTSubhasmita Kanji
Saheb Bhattacharjee: বিয়ের চর্চার মধ্যেই সত্যি সত্যি বিয়ে করে ফেললেন সাহেব ভট্টাচার্য! ব্যাপারটা কী?
সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন সাহেব?
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল সাহেব ভট্টাচার্য নাকি বিয়ে করতে চলেছেন। আর তার মধ্যেই কিনা তিনি সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন! সেটার ছবিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন! আসলে না না যা ভাবছেন বিষয়টা তেমন না। সাহেবের বিয়ে হয়েছে ঠিকই তবে সেটা কথা ধারাবাহিকে।
বিয়ে করলেন সাহেব ভট্টাচার্য?
কথা ধারাবাহিকে দেখানো হচ্ছে কথা এবং এভির বিয়ে হতে চলেছে। এভির দাদু তাঁদের লুকিয়ে এই বিয়ে ঠিক করেছিলেন। সিঁদুর দানের পরই তাঁরা একে অন্যকে দেখবেন। এমন ভাবেই গল্প এগোচ্ছে। এর মাঝেই বিবাহিত অবস্থায় একটি ছবি প্রকাশ্যে আনলেন সাহেব।
তাঁর পোস্ট করা ছবিতে তাঁকে হাসিমুখে জোড়, মালা পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন সুস্মিতা দে, ওরফে কথা। তাঁর পরনে বেনারসি, সোনার গয়না, মালা। এই ছবিটি পোস্ট করে সাহেব লেখেন, 'আমাদের বিয়েতে আপনাদের সাদর আমন্ত্রণ।' হ্যাঁ, ঝুট ঝামেলার মাঝেই গোবরদেবীর সঙ্গে বিয়েটা হয়েই গেল এভির।
কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় প্রেমিকা সোনিকাকে হারিয়েছেন। সেই দুর্ঘটনার পর অনেকটা সময় এগিয়ে গিয়েছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। ভাবছেন বিয়ের কথাও। তবে এবার আর নিজে পছন্দ করবেন না। সেই দায়িত্ব ছেড়েছেন মা বাবার উপর। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি তিনি এই বিষয়ে জানিয়েছেন, 'বিষয়টা পুরোটাই ভগবানের হাতে। মা-বাবা পাত্রী খুঁজচ্ছেন। কারও কাছে সুপাত্রীর সন্ধান থাকলে প্লিজ জানাবেন।'