কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার আদালতের কাজ শুরু হতেই বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলা করার অনুমতি চান ৩ আইনজীবী। মূলত তদন্তের স্বচ্ছতা ও রাজ্যের কলেজগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। ৩টি মামলায় দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সেন।
গত শুক্রবার কসবা ল’ কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। তার পর থেকে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। গত বুধবারের ওই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত TMCP নেতা মনোজিৎ মিশ্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিশেষ করে FIRএ অভিযুক্তদের নামের উল্লেখ না থাকায় উঠছে প্রশ্ন।
এরই মধ্যে সোমবার সকালে আদালতের কাজ শুরু হতেই সৌম্যশুভ্র রায়, সায়ন দে ও বিজয় কুমার সিংহল নামে ৩ আইনজীবী কসবার ঘটনায় মামলা দায়েরের অনুমতি চান। তাদের দাবি, ওই ঘটনার তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে নির্দেশ দিক আদালত। পাশাপাশি রাজ্যের কলেজগুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ করছে তাও জানাতে হবে আদালতকে। এই অভিযোগে বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলা দায়েরের অনুমতি চান ৩ আইনজীবী। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। একই সঙ্গে এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানি হতে পারে।