বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on The Archies: মেয়ে সুহানার প্রথম ছবির ট্রেলারের তারিফ শাহরুখের, দ্য আর্চিজের জন্য কী লিখলেন কিং খান?
পরবর্তী খবর
Shah Rukh Khan on The Archies: মেয়ে সুহানার প্রথম ছবির ট্রেলারের তারিফ শাহরুখের, দ্য আর্চিজের জন্য কী লিখলেন কিং খান?
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 06:54 PM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan on The Archies: সদ্যই মুক্তি পেয়েছে দ্য অর্চিজের ট্রেলার। এই ছবি দিয়েই ডেবিউ করতে চলেছেন সুহানা খান। জোয়া আখতারের এই ছবির ট্রেলারে প্রশংসা করে কী লিখলেন শাহরুখ খান।
মেয়ে সুহানার প্রথম ছবির ট্রেলারের তারিফ শাহরুখের
সদ্যই মুক্তি পেয়েছে দ্য আর্চিজ ছবির ট্রেলার। আর বর্তমানে এই ছবির ট্রেলার ট্রেন্ডিংয়ে। দ্য আর্চিজ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তার হয়ে গলা ফাটালেন শাহরুখ খান।
কী লিখলেন শাহরুখ খান?
সুহানার প্রথম ছবির ট্রেলার প্রকাশ্যে আসতে সেটার প্রচার করলেন শাহরুখ। লিখলেন একটি বিশেষ ক্যাপশনও। বৃহস্পতিবার, ৯ নভেম্বর মুক্তি পেয়েছে দ্য আর্চিজের ট্রেলার। এই ট্রেলার পোস্ট করে শাহরুখ খান লিখলেন, 'বর্তমান যুগের বিষয়ের সঙ্গে চিরকালীন কিছু চরিত্র। দ্য আর্চিজ। এই ছবিটা এমন একটা জগতে নিয়ে এল যা অনেকটা রূপকথার মতো। জোয়া একটা দুর্দান্ত অথচ নির্মল ছবি তৈরি করেছে। গোটা টিমকে এই সুন্দর, অর্থবহ ছবির জন্য জানাই অসংখ্য শুভেচ্ছা।'
বাবা তাঁদের ছবির ট্রেলার পোস্ট করতেই তাতে মন্তব্য করেন সুহানা খান। তিনি শাহরুখ খানের পোস্টে লেখেন, 'অনেক ভালোবাসা নিও।' মোনা সিং এই পোস্টে একাধিক লাল হৃদয়ের ইমোজি কমেন্ট করেছেন।