শ্রীময়ী রবিবার সকালে ইনস্টাগ্রামে দিলেন তাঁর আর কাঞ্চনের বিয়ে নিয়ে বড় আপডেট। ৬ তারিখে কোন কাজ হবে না, তা জানিয়ে দিলেন স্পষ্ট করে।
৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর বিয়েতে হবে না এই কাজ।
আপাতত টলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে হতে চলেছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের সামাজিক বিয়ে। ১৪ ফেব্রুয়ারি সই-সাবুদ করে বিয়েটা করেই ফেলেছেন তাঁরা। এখন শুধু ৬ মার্চ সামাজিক বিয়ের অপেক্ষা। তবে তাঁর আগে করলেন বিয়ে নিয়ে বড় আপডেট শেয়ার।
শ্রীময়ী রবিবার সকালে ইনস্টাগ্রামে লিখলেন কিছু কথা। জানালেন বেশ কড়াকড়িই থাকছে তাঁর আর কাঞ্চনের বিয়েতে। আমন্ত্রিত নয় মিডিয়া। কাঞ্চন চান না, উল্লেখ করলেন এই কথাও। এমনকী, বলিউড তারকাদের কায়দায় তিনি নিজে ছবি-ভিডিয়ো শেয়ার করবেন সেকথাও দিলেন। এমনকী, বিয়ের পর একসঙ্গে দেবেন সাক্ষাৎকারও।
বলিউডে এখন ‘নো ফোটো পলিসি’ চলছে। এমনকী, নিমন্ত্রিতদেরও অনুমতি থাকে না ফোন নিয়ে প্রবেশের। বিবাহিত দম্পতির ভাগ করা ছবিই শেয়ার করে মিডিয়া। শ্রীময়ী আর কাঞ্চনও সেই পথেই হাঁটছেন না তো?
কাঞ্চন মল্লিকের বর্তমান পরিচয় শুধু অভিনেতা হিসেবে নয়, বরং তিনি তৃণমূলের বিধায়কও। তবে ২০২১ সালের বিধানসভা ভোট জেতার পর থেকে, কম ওঠাপড়া আসেনি কাঞ্চনের জীবনে। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার সপ্তাহখানেকের ভিতরেই, দ্বিতীয় স্ত্রী (তখন একসঙ্গে ছিলেন) কাঞ্চনের নামে অভিযোগ করেন পুলিশের কাছে। শুধু কাঞ্চন নন, সেই সময় অভিযোগ দায়ের হয়েছিল শ্রীময়ীর নামেও। এমনকী, মিডিয়ার কাছেও পিঙ্কি জানিয়েছিলেন, কাঞ্চনের ‘পরকীয়া চলছে’ শ্রীময়ীর সঙ্গে।
তারপর থেকেই আলাদা থাকছিলেন কাঞ্চন আর পিঙ্কি। আদালতে ডিভোর্সের মামলাও চলছিল। জানুয়ারির ১০ তারিখ আদালত কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সে সিলমোহর দিয়েছে। খোরপোষ বাবদ তারকা বিধায়কের থেকে ৫৬ লক্ষ টাকা পেয়েছেন পিঙ্কি, নিজের মুখেই জানিয়েছেন সে কথা। সঙ্গে যোগ করেছেন, ওই টাকা তাঁর নয়। ছেলে ওশের। ওশের লালন-পালনেই খরচ করবেন।
এরপর ডিভোর্সের ১ মাস হতে না হতেই, কাঞ্চন আইনি বিয়ে সেরে ফেলেন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি জানতেনই না সেদিন তাঁর আইনি বিয়েটা হবে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে আমন্ত্রণ পেয়েছিলেন। গিয়ে দেখেন পুরো বাড়ি আলো আর ফুলে সাজানো। এরপর হাঁটু মুড়ে বসে বিয়ের প্রপোজাল আসে। এমনকী, যে লাল শাড়িটি পরে রেজিস্ট্রির কাগজে সাইন করেছিলেন সেটিও ছিল কাঞ্চনের উপহার। একটি হিরে-প্ল্যাটিনাম দিয়ে তৈরি আংটিও পেয়েছেন উপহারে।