বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreemoyee-Kanchan Mehendi: কমলা লেহেঙ্গায় সুস্পষ্ট বক্ষ বিভাজিকা! ৫৩-র কাঞ্চনের নামের মেহেন্দিতে সাজল ২৬-র শ্রীময়ীর হাত
পরবর্তী খবর
Sreemoyee-Kanchan Mehendi: কমলা লেহেঙ্গায় সুস্পষ্ট বক্ষ বিভাজিকা! ৫৩-র কাঞ্চনের নামের মেহেন্দিতে সাজল ২৬-র শ্রীময়ীর হাত
1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 10:32 AM ISTTulika Samadder
বৃহস্পতিবার রাতে মেহেন্দি আর সংগীত হল শ্রীময়ী চট্টোরাজের বাড়িতে। অভিনেত্রীর থেকে যেন চোখ ফেরানোই দায়। কাঞ্চন মল্লিকের নাম লেখালেন নিজের হাতে।
হাতে কাঞ্চনের নামের মেহেন্দি পরলেন শ্রীময়ী।
বৃহস্পতিবার রাতেই মেহেন্দিতে ভরে উঠল শ্রীময়ী চট্টোরাজের হাত। পরিবার ও বন্ধুদের নিয়ে মেহেন্দি আর সংগীতের আয়োজন করেছিলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন দুজনে সই-সাবুদ করে আইনি বিয়েটা করেন। আর ৬ মার্চ হবে সামাজিক বিয়ে। তার আগে আপাতত নব দম্পতি ব্যস্ত প্রাকবিবাহ অনুষ্ঠানে।
মেহেন্দি আর সংগীতের জন্য বেশ জম্পেশ করে সাজুগুজু করেছেন। পরেছেন কমলা রঙের লেহেঙ্গা। চুল কার্ল করে খুলেই রাখা হয়েছে। দু হাত ভরে মেহেন্দি পরলেন অভিনেত্রী, একেবারে কনুই অবধি। কোথায় লেখালেন কাঞ্চনের নাম?
অসম বয়সের সম্পর্ক নিয়ে কম কটাক্ষ আসেনি কাঞ্চন-শ্রীময়ীর কাছে। সেই ২০২১ সাল থেকে চর্চায় তাঁরা। ঠিক যখন থেকে তৎকালীন স্বামীর নামে পরকীয়ার অভিযোগ এনেছিলেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। তখন সম্পর্ক নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলও, পিঙ্কিকে ডিভোর্স দিয়েই সব কটাক্ষে জবাব দিলেন তাঁরা। ডিভোর্সের ১ মাস হতে না হতেই বিয়ে করে নিলেন কাঞ্চন আর শ্রীময়ী।
বর্তমানে ৫৩ বছরে কাঞ্চন, ২৬ বছরে নতুন বউ শ্রীময়ী। যদিও অভিনেত্রী জানিয়েছেন, বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। বরং সারাজীবনই একটু ম্যাচিওর কাওকেই জীবনসঙ্গী হিসেবে চেয়ে এসেছিলেন।