বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan-Sreemoyee: ‘বরের সঙ্গে তো করার সুযোগ হল না…’! কাঞ্চন বাদ, মাকে নিয়েই একাজ করলেন শ্রীময়ী
পরবর্তী খবর
Kanchan-Sreemoyee: ‘বরের সঙ্গে তো করার সুযোগ হল না…’! কাঞ্চন বাদ, মাকে নিয়েই একাজ করলেন শ্রীময়ী
1 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2024, 11:10 AM ISTTulika Samadder
আর কদিন বাদেই, হিন্দু রীতি মেনে বিয়ে হবে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের। যদিও আইনি বিয়ে হয়ে গিয়েছে ১৪ ফেব্রুয়ারিতেই। তার আগে মায়ের সঙ্গে এই বিশেষ কাজ করলেন অভিনেত্রী।
কাঞ্চনকে বিয়ে, মন খারাপ মায়ের, কোন কাজ করলেন শ্রীময়ী!
৬ মার্চ বিয়েপর পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। যদিও এদিন সামাজিকভাবে এক হবেন, সই-সাবুদ করা তো হয়ে গিয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনকেই। সকলকে অন্ধকারে রেখে খানিকটা চুপিচুপিই বিয়ে করেন টলিউডের এই দুই তারকা। জানুয়ারি মাসে দ্বিতীয় বউ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স ফাইনাল হওয়ার পর আর দেরি করেননি তৃণমূলের বিধায়ক।
আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আয়োজনে কোনও রকম কামতি রাখতে রাজি নয় কোনওপক্ষই। তবে মেয়ের বিয়ে মন খারাপ করেছে শ্রীময়ীর মায়ের। অভিনেত্রী তাই মায়ের মন ভালো করতে শনিবার রাতে দিলেন এক বড় সারপ্রাইজ।
শ্রীময়ী একটি ভিডিয়ো শেয়ার করলেন ইন্টারনেটে। যেখানে তিনি আর তাঁর মা। বলতে শোনা গেল, ‘মা কান্নাকটি করছে। বলছে বিয়ের আগেই তুই বদলে গেলি। তাই মাকে নিয়ে সিসিডি-তে এসেছি। বরের সঙ্গে তো আর প্রেম করা হল না। মায়ের সঙ্গেই এলাম।’
২০২১ সালে প্রথম সামনে এসেছিল কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্কের খবর! যদিও তা গুঞ্জন বলেই উড়িয়েছিলেন দুই পক্ষ। সেই সময় অভিনেতার তৎকালীন স্ত্রী পিঙ্কি একদিন হঠাৎই সোজা হয়েছিলেন পুলিশের কাছে। কাঞ্চন আর শ্রীময়ীর নামে মানসিক হেনস্থার অভিযোগ তো তুলেছিলেনই, সঙ্গে দাবি তুলেছিলেন ‘পরকীয়ারও’।
এদিকে এক সাক্ষাৎকারে কাঞ্চন জানিয়েছেন, ‘তৃতীয় ব্যক্তি’ কোনও সম্পর্ক ভাঙতে পারে না। এমনকী, যেভাবে তাঁকে জড়িয়ে একটা মেয়েকে হেনস্থা করেছে সমাজ, তাতেও আঘাত পেয়েছেন বলে জানান। আর তাই শ্রীময়ীকে বিয়ের সিদ্ধান্ত। সঙ্গে কাঞ্চন মেনে নেন, তাঁর মা-বাবর মৃত্যু-সহ গত ৩ বছরের সব ওঠাপড়ায় পাশে পেয়েছেন শ্রীময়ীকে। তাই বিয়ের সিদ্ধান্তে আর কোনও দ্বিধাই রাখেননি।
তবে ডিভোর্স আর মোটা খোরপোশের শেষে সব তিক্তিতা ভুলেছেন পিঙ্কিও। এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক। ওরা সুখে থাক। এতদিনের প্রেমের পর সাহসের সঙ্গে যে ওরা বিয়ে করছে তার জন্য ওদের সাধুবাদ। আমিও আমার ছেলেকে নিয়ে ভালো আছি। রোজ রাতে দুজনে মিলে নানা গল্প শুনি। এর থেকে আনন্দের আর কী হতে পারে? ওরাও যেটা করছে আমার মতে একদম ঠিক করছে।'