এই মুহূর্তে পরিচালক অবশ্য মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানেই চলছে ব্যোমকেশের শ্যুটিং। সেখান থেকেই পরিচালক জানিয়েছেন এসব গুঞ্জনে তিনি মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায় এসব গুঞ্জনের নাকি কোনও ভিত্তি নেই। এদিকে রবিবার মধ্যপ্রদেশ থেকেই ছবি পোস্ট করেছেন সৃজিত।
সৃজিত-মিথিলা
ফের সৃজিত-মিথিলার সুখের সংসারে ভাঙনের গুঞ্জনে সরগরম দুই বাংলা। গতবছরের শেষের দিকেও একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেসময়ও সেই গুঞ্জন নস্যাৎ করেছিলেন দুই বাংলার এই তারকা পতি-পত্নী সৃজিত-মিথিলা। আবারও তাঁদের নিয়ে একই ধরনের গুঞ্জন। শোনা যাচ্ছে, দুই সীমান্তের এই প্রেমে নাকি এবার সত্যিই দাঁড়ি পরতে চলেছে।
সত্য়িই কি তাই?
এবার মিথিলার সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজে। প্রসঙ্গত এই মুহূর্তে পরিচালক অবশ্য মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানেই চলছে ব্যোমকেশের শ্যুটিং। সেখান থেকে নিউজ১৮ বাংলাকে এই গুঞ্জন নিয়ে উত্তর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন এসব নিয়ে তিনি মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায় এসব গুঞ্জনের নাকি কোনও ভিত্তি নেই। এদিকে রবিবার মধ্যপ্রদেশ থেকেই ছবি পোস্ট করেছেন সৃজিত। লিখেছেন, ‘টাইম ট্রাভেল শুরু’, আবার হ্যাশট্যাগে রেখেছেন, ‘নিজের শর্তে’।