স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’। ‘গরিমা’, ‘আরণ্যক’ আর ‘রোশনাই’-এর জীবনের ওঠা পড়া নিয়ে দর্শকরা শুরু থেকেই বেশ আগ্রহী। তবে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল মেগা নাকি বন্ধ হতে চলেছে। আর এবার সেই খবরেই সিলমোহর দিলেন উষসী চক্রবর্তী।
উষসীকে এই ধারাবাহিকে 'সুরঙ্গমা'-এর চরিত্রে দেখা যাচ্ছিল। মঙ্গলবার লেখা চট্টোপাধ্যায় অর্থাৎ পর্দার মেয়ে ‘গরিমা’র সঙ্গে একটি ছবি পোস্ট করে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন উষসী।
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
তিনি লেখেন, ‘আজ ‘রোশনাই’-এর শুটিংয়ের শেষ দিন ছিল। একটা মেগা সিরিয়াল দেড় বছর ধরে চলা মানে সবাই একটা পরিবার হয়ে যাওয়া। লেখার সঙ্গে সম্ভবত গত দেড় বছরে আমি সব থেকে বেশি সিন করেছি। তাই আজ শেষ দিনে ওঁর সঙ্গে ছবিটা পোস্ট করলাম। ঈশানী, ‘রোশনাই’ তিয়াসার সঙ্গে ছবি তোলা বাকি থেকে গেল । সেটা সিরিয়াল পরবর্তী গেট টুগেদারের জন্য তোলা থাক!'
তাঁর এই পোস্টের রিপ্লাইয়ে লেখা কমেন্ট করে লেখেন, ‘তোমরা সঙ্গে কাজ করার সুন্দর অভিজ্ঞতা আমি কখনও ভুলবো না। কত সুন্দর সময় কাটিয়েছি আমরা। আমি তোমাকে ভালোবাসি মা।’ তিনি ছাড়াও আরও অনেক অনুরাগী কমেন্ট করেন। একজন লেখেন, ‘তোমাদের সকলকে খুব মিস করব।’ আর একজন লেখেন, ‘সেই একই বোরিং প্লট, এই সিরিয়াল শেষ হয়ে যাওয়াই ভালো।’
আরও পড়ুন: মারণরোগে আক্রান্ত ‘আরণ্যক’, তার মাঝেই নতুন নায়কের এন্ট্রি 'রোশনাই'-এ! কোন অভিনেতাকে দেখা যাবে?
তবে মাঝে এই মেগায় নায়িকার মুখ বদলও হয়। প্রথমে ধারাবাহিকে অনুষ্কা গোস্বামীকে নাম ভূমিকায় দেখা যেত। কিন্তু পরে তাঁর বদলে আসেন তিয়াসা লেপচা। তিনি হয়ে ওঠেন পর্দার ‘রোশনাই’। সেই প্রসঙ্গ টেনে একজন লেখেন, ‘যে দিন 'রোশনাই'কে বদলে দেওয়া হয়েছিল সেদিন থেকেই খারাপ হয়ে যায় সিরিয়ালটা।’