সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন ‘মা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী তিথি বসু। ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে।
ট্রেনে গান চালানো-গালিগালাজের অভিযোগ তিথির বিরুদ্ধে!
সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন ‘মা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী তিথি বসু। ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে। ট্রেনে তিথির কামড়ায় থাকা এক সহযাত্রী তাঁর বিরুদ্ধে এই সব অভিযোগ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আর সেই পোস্ট চোখে পড়তেই তা নিয়ে মুখ খুললেন তিথি। ঘটনা কী ঘটেছে তা সবটা তিনি ভিডিয়োর মাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ঘটনা কী ঘটেছে?
রবিবার একটি ভ্রমণ সংক্রান্ত পেজে তিথি বসুর একটি ছবি পোস্ট করে তাঁর বিরুদ্ধে তাঁরই এক সহযাত্রী ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ এনেছেন।
তিনি তিথির ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই মুহুর্তে আমি কালকা যাওয়ার জন্য নেতাজি এক্সপ্রেসে রয়েছি। আমাদের কামড়ায় সহযাত্রী হিসেবে রয়েছেন শিশু, বৃদ্ধ, মহিলা এবং একদল তরুণ-তরুণী। এই তরুণ তরুণীদের মধ্যে দুজন ব্লগারও রয়েছেন। কিন্তু এই ব্লগাররা জানে না যে, তাঁদের পাবলিকপ্লেসে উল্লাস করার অধিকার আছে কিনা। উঁচু আওয়াজে চিৎকার, গান আর হট্টগোল, হাসি সব মিলিয়ে এমনই করছেন তাঁরা যে আশপাশে থাকা অন্য যাত্রীদের কথা ভাবছেনই না। তাঁদের এই আচরণে সত্যি আমি স্তম্ভিত। বারবার অনুরোধ করার পরও তাঁরা চিৎকার করেই যাচ্ছেন, জোরে জোরে গান চালাচ্ছেন। এই নিয়ে বলতে গেলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এই মেয়েটিকে দেখছেন, এ সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেছিল।’
এই পোস্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই খুব স্বাভাবিক ভাবেই হয়েছে ভাইরাল। তিথিকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে এই সব শুনে চুপ করে থাকার মেয়ে নন তিথি। তাই মাঝ রাতে ঘুম থেকে উঠে একটি ভিডিয়ো বানিয়ে তাঁর দিক থেকে ঘটনা কী ঘটেছে সেই নিয়ে মুখ খোলেন নায়িকা।
ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি নেতাজি এক্সপ্রেসেই আছি। আমার ছবি নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে। পোস্টে ব্যবহার করা ছবিতে আমি আধো আধো মুখ করে আমি একজনের দিকে তাকিয়েছিলাম। সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি নাকি যাত্রীদের বিরক্ত করেছি, গালিগালাজ করেছি। পোস্টটা খুব ভাইরালও হয়েছে। যদি আমার ছবি দিয়ে কেউ ভাইরাল হতে চান তবে হোন। কিন্তু আমি তো জানি লোকজন শিক্ষিত, কিন্তু আজ বুঝলাম যে মানুষজন দু'পক্ষের কথা না শুনেই নানা মন্তব্য করতে শুরু করে দেন। কোনও পরিচিত মুখ দেখেছে, তার মধ্যে ফিল্ম ইন্ড্রাস্ট্রির মেয়ে তকমা লেগে গিয়েছে মানেই সে খারাপ।’