গত সপ্তাহে শুক্রবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার কথা ছিল পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলিতে। তবে সেদিন সভা মুলতুবি ঘোষণা করেছিলেন স্পিকার আসাদ কাইসার। এই আবহে আজকে অনাস্থা প্রস্তাব পেশ হয় কি না, সেই দিকে নজর সবার। পাক অ্যাসেম্বলির কার্যবিবরণী অনুযায়ী আজকে বিকেল ৪টের সময় অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার কথা ইমরানের বিরুদ্ধে। এই আবহে ‘আম্পায়ার’ কাইসারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য খয়াল জামান ওরাকজাই, প্রাক্তন রাষ্ট্রপতি রফিক তারার এবং সেনেটর রহমান মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরই অধিবেশন আজকের জন্য মুলতুবি ঘোষণা করা হয়। স্পিকার আসাদ কাইসার জানান, রীতি মেনেই অধিবেশন মুলতুবি করা হয়েছে।
এদিকে গতকাল ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন ইমরান খান। বিরোধীদের তুলোধোনা করেন নিজের বক্তৃতায়। রবিবার ইমরান দাবি করবেন, তাঁর জোট সরকারকে উৎখাত করার ‘ষড়যন্ত্র’ করছে বিদেশি শক্তি। ইসলামাবাদের জনসভা থেকে তিনি বলেন, ‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকারকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মানুষকে ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই না জেনে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছেন।'
উল্লেখ্য, ৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক নম্বর হল ১৭২। পিটিআই-এর সদস্য সংখ্যা ১৫৫। বাকি মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বালোচিস্তান আওয়ামী পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ১৭৯। তবে নিজের দলেরই সদস্যদের শিবির বদলে শেষ পর্যন্ত ইমরানের গদি টিকবে না বলেই মনে করা হচ্ছে।