ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক। ছয় মাস থেকে সাত, আট এবং নয় মাসের কম মেয়াদের এফডিতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি ব্যাঙ্ক। যে নয়া হার ১৬ জুলাই থেকে কার্যকর হচ্ছে।
আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ছে, কতটা টাকা খাটানো উচিত
অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Axis Bank FD Interest Rate)
১) ৬ মাস থেকে ৭ মাসের কম: আগে ছিল ৪.৪ শতাংশ। এখন বেড়ে দাঁড়াল ৪.৬৫ শতাংশ।
২) ৭ মাস থেকে ৮ মাসের কম: এতদিন ৪.৪ শতাংশ হারে সুদ মিলবে। এখন ৪.৬৫ শতাংশ হারে সুদ মিলবে।
৩) ৮ মাস থেকে ৯ মাসের কম: এতদিন ৪.৪ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। এখন তা বেড়ে ৪.৬৫ শতাংশ হল।
সম্প্রতি একাধিক ব্যাঙ্কে এফডিতে সুদের হার বাড়ানো হয়েছে। চলতি মাসের শুরুতেই সেই কাজটা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দু'কোটি টাকার নীচে এফডির কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার (PNB Fixed Deposit Interest Rate):