বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসের ভাষণে আগাগোড়া করোনাভাইরাস পরিস্থিতির উপর জোর দিলেন নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় কর্মীদের আরও এগিয়ে আসার বার্তা দিলেন তিনি। সেজন্য পাঁচ নির্দেশও দিলেন। দেখে নিন সেই নির্দেশগুলি -
মোদী : গরীবদের বাড়িতে রেশন পৌঁছে দিতে হবে। তা শুধু কয়েকদিন করলেই হবে না, অবিরাম করে যেতে হবে। দেশের কোনও প্রান্তে যেন একজনও গরীব মানুষকে না খেয়ে থাকতে না হয়।
মোদী : নিজেরা মাস্ক পরুন। বাড়িতে মাস্ক তৈরি করে কমপক্ষে পাঁচজনকে মাস্ক প্রদান করুন। তা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতো মাস্ক হওয়ার প্রয়োজন নেই। বাড়িতে তৈরি মাস্ক হলেই হবে।
মোদী : করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী, নার্স, সাফাইকর্মী-সহ জরুরি পরিষেবায় নিযুক্তদের ধন্যবাদ জানানোর অভিযান শুরু করতে হবে। সেজন্য পাঁচটি আলাদা শ্রেণী করতে হবে - নার্স, সাফাইকর্মী, পুলিশ, জরুরি পরিষেবায় নিযুক্ত এবং ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কর্মী। প্রতিটি বুথে ৪০ টি বাড়িতে গিয়ে ধন্যবাদ জানাতে হবে। পাঁচটি শ্রেণীর জন্য আলাদা আলাদা সেট করতে হবে।