Manipur incident: গত ৪ মে মণিপুরে যে পৈশাচিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মূল অভিযুক্তের মা মুখ খুললেন। তিনি দাবি করলেন যে ছেলে এক সপ্তাহ আগেই স্বীকার করে নিয়েছে। সেইসময় সেই ভাইরাল ভিডিয়ো দেখেননি বলে দাবি করেছেন মূল অভিযুক্তের মা।
মণিপুরের ঘটনা নিয়ে নয়াদিল্লিতে বিক্ষোভ। (ছবি সৌজন্যে এপি)
মণিপুরের বর্বরতায় যে ছেলে 'যুক্ত' ছিল, তা এক সপ্তাহ আগেই জেনে গিয়েছিলেন। এমনই দাবি করলেন মূল অভিযুক্তের মা। যে যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, মহিলা দাবি করেছেন যে নিজের ‘কুকীর্তির’ বিষয়ে আগেই স্বীকার করে নিয়েছিল ছেলে। তবে সেইসঙ্গে ছেলে এটাও জানিয়েছিল যে নিজের লালসা মেটাতে ওই বর্বর কাজ করেনি। বরং নিজেদের মেইতেই সম্প্রদায়ের স্বার্থেই ছেলে নাকি কুকুি মহিলাদের নগ্ন করে গ্রামে ঘোরানো এবং চরম পৈশাচিক কাজে সামিল হয়েছিল বলে দাবি করেছেন মহিলা। আর তাঁর বউমা দাবি করেছেন যে মেইতেইদের রক্ষার জন্য গত ৪ মে বাড়ি থেকে বেরিয়েছিল স্বামী। স্বামী যে চরম পৈশাচিক কাজ করেছে, সে বিষয়ে জানেন না। কিন্তু সেই বর্বরতায় স্বামী জড়িত থাকলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন স্ত্রী। যিনি কোলে ছোট সন্তানকে নিয়ে কেঁদেই চলেছেন। তিন সন্তানকে নিয়ে কীভাবে চালাবেন, তার কূলকিনারা পাচ্ছেন না।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূল অভিযুক্তের মা বলেছেন যে 'সপ্তাহখানেক আগে ওই অপরাধে আমার ছেলে যুক্ত থাকার গুজব ছড়িয়ে পড়ার পর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম। ও আমার কাছে স্বীকার করে নিয়েছিল যে ওই ঘটনায় ও জড়িত ছিল। তবে ও বলেছিল যে ব্যক্তিগত কোনও উদ্দেশ্য নিয়ে ওরকম কাজ করেনি। ও শুধু উন্মত্ত জনতার অংশ হিসেবে ওরকম কাজ করেছিল এবং মেইতেই সম্প্রদায়ের স্বার্থে করেছিল।' যে ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
আপাতত মূল অভিযুক্তের মা, বাবা, স্ত্রী ও তিন সন্তান নিজেদের বাড়িতে নেই। কারণ ৪ মে'র সেই পৈশাচিক ঘটনায় ‘জড়িত’ থাকার খবর দাবানলের মতো ছড়ানোর পর মূল অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার আগে বৃহস্পতিবার সকালে তাকে দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছরের ওই অভিযুক্ত পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিল। চাকা সারাইয়ের দোকান চালিয়ে সংসার চালাত মেইতেই সম্প্রদায়ের যুবক।