দুবাইতে ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচকে ঘিরে প্রত্যাশা এবং উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। কারণ যত দিন যাচ্ছে, ততই এই ম্যাচকে ঘিরে উন্মাদনা একেবারে তুঙ্গে। শনিবার থেকে শুরু হতে হচ্ছে এই মহাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আর রবিবার ভারত বনাম পাকিস্তান মহারণ।
তার আগে অবশ্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন এই ম্যাচ নিয়ে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। ওয়াটসন দাবি করেছেন যে, বাবর আজমের নেতৃত্বাধীন দলটি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভেন্যুতে ভারতকে ১০ উইকেটে গুড়িয়ে দিয়েছিল। তাই পাকিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে এই ম্যাচটি যে দলই জিতবে, সেই দলই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। এমনটাই দাবি করেছেন অজি তারকা।
আরও পড়ুন: স্পিনের বিরুদ্ধে সমস্যা মিটল? নেটে চাহালদের পেটালেন বিরাট- ভিডিয়ো
ওয়াটসন আইসিসিকে বলেছেন, ‘পাকিস্তানের এখন পূর্ণ বিশ্বাস যে, ওরা এই ভারতীয় দলকে হারাতে পারে। আমি মনে করি, সত্যিই এই খেলাটি যে জিতবে, সে এশিয়া কাপ জিতবে।’
আরও পড়ুন: কোহলির সঙ্গে বাবর-ওয়ার্নার-উইলিয়ামসন-রুটের তুলনা আমাকে হতবাক করেছে-রবি শাস্ত্রী
ওয়াটসন আরও যোগ করেছেন, ‘পাকিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ভারতকে ধরে রাখা কঠিন, বিশেষ করে ওদের ব্যাটিং অর্ডার শক্তিশালী। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বলব, বিশেষ করে আমি ওদের বিরুদ্ধে খেলেছি বলে জানি, যখন ওদের আত্মবিশ্বাস তুঙ্গে, তখন ওরা প্রায় অপ্রতিরোধ্য। এবং ওদের আত্মবিশ্বাস এখন যেখানে আছে, তাতে ওরা জানে যে, ওরা একটি বড় টুর্নামেন্টে ভারতকে হারাতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।