বাংলা নিউজ > ময়দান > ভারতকে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে, ICC Men's ODI Team Ranking-এ সিংহাসন দখল করল অজিরা
পরবর্তী খবর
ভারতকে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে, ICC Men's ODI Team Ranking-এ সিংহাসন দখল করল অজিরা
1 মিনিটে পড়ুন Updated: 23 Mar 2023, 08:15 AM ISTTania Roy
চেন্নাইয়ে ২১ রানের জয়ের হাত ধরে অস্ট্রেলিয়া টিম র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে যায় ভারতের থেকে। অজিদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩.২৮৬। সেখানে ভারতের রেটিং পয়েন্ট কমে গিয়ে এখন ১১২.৬৩৮। শেষ ওডিআই শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ছিল ১১২। আর ভারত ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল।
ভারতকে সিরিজে হারিয়ে একে উঠে এল অস্ট্রেলিয়া।
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। বুধবার সিরিজ নির্ধারক তথা চূড়ান্ত ওডিআই-এ ভারতকে ২১ রানে পরাজিত করেন স্টিভ স্মিথরা। সেই সঙ্গে আইসিসি পুরুষদের ওডিআই টিম র্যাঙ্কিংয়ে মেন ইন ব্লুকে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে, অজিরা উঠে এল একে। নতুন করে ওডিআই-এর এক নম্বরের মুকুট পড়ল অস্ট্রেলিয়া।
চেন্নাইয়ে ২১ রানের জয়ের হাত ধরে অস্ট্রেলিয়া টিম র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে যায় ভারতের থেকে। অজিদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩.২৮৬। সেখানে মেন ইন ব্লু-এর রেটিং পয়েন্ট কমে গিয়ে এখন ১১২.৬৩৮। শেষ ওডিআই শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ছিল ১১২। আর ভারত ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল।
তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। সেখানে ভারত দুরন্ত জয় ছিনিয়ে নেয়। এর পর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া একেবারে গুঁড়িয়ে দেয় ভারতকে। দ্বিতীয় একদিনের ম্যাচ হেরেই ভারত কিছুটা চাপে পড়েছিল। তবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে লড়াই হলেও, ভারতের মুখ পুড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে সিরিজ পকেটে পোড়েন স্টিভ স্মিথরা। সেই সঙ্গেই অস্ট্রেলিয়া কেড়ে নেয় ভারতের এক নম্বরের সিংহাসনও।
আইসিসি তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, ‘আমরা পেয়েছি বিশ্বের নতুন ১ নম্বরকে। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া আইসিসি পুরুষদের ওডিআই টিম র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।’
চার বছর আগে ঘরের মাঠে এক টানা একদিনের সিরিজে অপরাজিত থাকার ধারায় ইতি টেনেছিল অস্ট্রেলিয়া। এ বারও ঘরের মাঠে ভারতের এক টানা একদিনের সিরিজ অপরাজিত থাকার ধারায় ‘ফুলস্টপ’ বসিয়ে দিলেন অজিরা। বুধবার চেন্নাইয়ের তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর ফলে ২০১৯ সাল থেকে ঘরের মাঠে যে লাগাতার একদিনের সিরিজে অপরাজিত ছিল ভারত, তাতে ইতি পড়ল। ঘরের মাঠে ২৬টি টানা একদিনের সিরিজে অপরাজিত থাকার (২৪ সিরিজে জয়ে, দুটি অমীমাংসিত) পর ২৭ নম্বর সিরিজে হারতে হল ভারতকে।
বুধবার চেন্নাইয়ে ১-১ অবস্থায় খেলতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৭ বলে ৪৭ রান করেন মিচেল মার্শ। ৩১ বলে ৩৩ রান করেন ট্রেভিস হেড। কিছুটা কঠিন পিচে রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে অল-আউট হয়ে যায় ভারত। হেরে যায় ২১ রানে। সেই সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপের বছরে ২-১ ব্যবধানে সিরিজ হেরে লজ্জার মুখোমুখি হন রোহিত শর্মারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।