বাংলা নিউজ > ময়দান > লঙ্কা প্রিমিয়র লিগে ধুন্ধুমার লড়াই ভারতের দুই জামাইয়ের, ৭৪ রানের ধুমধাড়াক্কা ইনিংসেও দলকে জেতাতে পারলেন না শোয়েব মালিক
পরবর্তী খবর
লঙ্কা প্রিমিয়র লিগে ধুন্ধুমার লড়াই ভারতের দুই জামাইয়ের, ৭৪ রানের ধুমধাড়াক্কা ইনিংসেও দলকে জেতাতে পারলেন না শোয়েব মালিক
1 মিনিটে পড়ুন Updated: 08 Aug 2023, 12:07 AM ISTAbhisake Koley
Lanka Premier League: বল হাতে ১৩ রানে ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শোয়েব মালিক। দল হারায় ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় পাক তারকাকে।
ব্যর্থ হল শোয়েব মালিকের দাপুটে ইনিংস। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট।
জয়ের জন্য শেষ ওভারে জাফনা কিংসের দরকার ছিল ৩৪ রান। সুতরাং, ডাম্বুলা অরা অনায়াসে ম্যাচ জিততে চলেছে বলে ধরে নিয়েছিলেন সবাই। ডাম্বুলা শেষমেশ ম্যাচ জেতে। তবে শোয়েব মালিক এমন উৎকণ্ঠায় ফেলবেন তাঁদের, এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কুশল মেন্ডিসরা। শেষ ওভারে ৩টি ছক্কা ও ১টি চার মারেন শোয়েব। শেষ ওভারে ওঠে ২৪ রান। লো স্কোরিং ম্যাচে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত জয় জাফনা।
জাফনা কিংসের হয়ে একা লড়াই চালান শোয়েব মালিক। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন তিনি। দল হারলেও কুর্নিশ আদায় করে নেয় পাক তারকার লড়াই। শেষমেশ ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় ভারতের জামাইকে।
উল্লেখযোগ্য বিষয় হল, লঙ্কা প্রিমিয়র লিগে ডাম্বুলা বনাম জাফনা ম্যাচে শোয়েবের লড়াই ব্যর্থ করেন আর এক পাক তারকা এবং তিনিও ভারতের জামাই। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন হাসান আলি। শেষমেশ ম্য়াচের নায়ক হয়ে দেখা দেন তিনি।
পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডাম্বুলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রানের ছোটখাটো ইনিংস গড়ে তোলে। কুশল পেরেরা ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪১ রান করেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩০ রান করেন সাদিরা সমরাবিক্রমে। হেডেন কের ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
শোয়েব মালিক ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ২৬ রানে ২টি উইকেট নেন নুয়ান তুষারা। মাহিশ থিকসানা ও দুনিথ ওয়েলালাগে ১টি করে উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।