রাতভর দফায় দফায় জ্বলল আগুন, প্রার্থী পছন্দ না হওয়ায় নদীয়ায় তৃণমূলের বিক্ষোভ
রাতভর দফায় দফায় জ্বলল আগুন। নদীয়ার শান্তিপুরের ২১ নম্বর ওয়ার্ডের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলের কিছু সমর্থক। শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি যাঁরা কোনদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন না, তাঁদের করা হয়েছে প্রার্থী। আর সেই ইস্যুতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের একাংশের। উল্লেখ্য, ২১ নম্বর ওয়ার্ডে শান্তিপুর পৌরসভার প্রার্থী হয়েছে উৎপল সাহা। তাঁকে ঘিরেই তৃণমূলের একাংশের ক্ষোভ উগড়ে পড়েছে।