বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: সই জাল করে হাজার হাজার জামিন! তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
পরবর্তী খবর
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একটি মামলার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক তথ্য় সামনে এসেছে। অভিযোগ এসেছে যে জাল নথি পেশ করে দুষ্কৃতীদের জামিন করিয়ে নিয়ে আসা হয়েছে। আলিপুরদুয়ার আদালতে এই ধরনের কিছু কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও আলিপুরদুয়ার জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এনিয়ে ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। এই সময়ের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।