খড়গপুরে এক প্রবীণ বাম নেতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অস্বস্তি বেড়েছে। তারপরেই এই ঘটনার জেরে দলগতভাবে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের নেত্রী বেবি কোলের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে দলের তরফে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। (আরও পড়ুন: ধর্ষণ মামলায় আজ নবগ্রাম থানায় তলব কার্তিক মহারাজকে, হাজিরা কি দেবেন?)
আরও পড়ুন: কালীগঞ্জে তামান্নার বাড়ি গিয়ে টাকা দেওয়ার চেষ্টা, শোকজের জবাব দিলেন হুমায়ুন
সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বেবি কোলকে উদ্দেশ করে চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বেবির আচরণ দলবিরোধী এবং এই কাজের লিখিত ব্যাখ্যা দিতে হবে। তৃণমূল সূত্রে খবর, কলকাতা থেকে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের খরিদা এলাকায়। অভিযোগ, প্রবীণ বাম নেতা অনিল দাস স্থানীয় এক রঙের দোকানে ঢুকে লুকানোর চেষ্টা করলেও তাঁকে টেনে বার করে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোল। একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) দেখা যায়, এক মহিলা ওই বৃদ্ধের গায়ে রং ঢেলে তাঁকে জুতোপেটা করছেন। বৃদ্ধ উঠে পালানোর চেষ্টা করলে ফের তাঁকে রাস্তায় ফেলে মারা হয়। পরে স্থানীয়দের সাহায্যে খড়গপুর টাউন থানায় গিয়ে অভিযোগ জানান অনিল দাস। (আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে তদন্তে নয়া মোড়, আরও ৪ জনের ওপর নজর পুলিশের)