আগামী রবিবার (৩০ এপ্রিল) রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে। দুটি শিফটে পরীক্ষা হবে। সেজন্য বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। চালানো হবে এক জোড়া স্পেশাল এক্সপ্রেস ট্রেনও।
আগামী রবিবার (৩০ এপ্রিল) রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে। (ছবিটি প্রতীকী)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষার থাকার কারণে শিয়ালদা ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়) যে সব ট্রেন লোকাল ট্রেন বাতিল থাকে, সেগুলি চলাচল করবে। অর্থাৎ সাড়ে ১০ ঘণ্টা সপ্তাহের অন্য কর্মদিবসের মতো লোকাল ট্রেন চলবে। সেইসঙ্গে একটি দূরপাল্লার স্পেশাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
আগামী রবিবার (৩০ এপ্রিল) রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে। দুটি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর একটা পর্যন্ত। রাজ্য জয়েন্টের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে। বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা চলবে। সেই পরীক্ষার যেমন শিয়ালদা ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে, তেমনই হাওড়া এবং পাটনার মধ্যে এক জোড়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।