বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Puja 2024 State govt holiday: আগামী বছর দুর্গাপুজোয় দু’সপ্তাহ মিলবে ছুটি, ‘নো অফিসের’ তালিকা ঘোষণা করল নবান্ন
পরবর্তী খবর
Durga Puja 2024 State govt holiday: আগামী বছর দুর্গাপুজোয় দু’সপ্তাহ মিলবে ছুটি, ‘নো অফিসের’ তালিকা ঘোষণা করল নবান্ন
দুর্গাপুজোর ছুটি থাকবে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত। ১১ অক্টোবর অষ্টমী ও নবমী একই দিনে পড়েছে। ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ৩১ কালীপুজোর ছুটি। ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিবস বলে ছুটি। ওদিনই রয়েছে বিরসা মুণ্ডার জন্মদিন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি।
সরকারি কর্মীদের এবারের ছুটির তালিকা দীর্ঘ হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। সরকারি কর্মীদের এবারের দুর্গাপুজোর ছুটির তালিকা দীর্ঘ হতে চলেছে। ৭ তারিখ ২০২৪ থেকে ছুটি শুরু হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত একটানা ছুটি থাকবে। দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া এবং তৃতীয়া শনিবার ও রবিবার পড়েছে। ৭ অক্টোবর চতুর্থী। ১২ অক্টোবর দশমী পড়েছে শনিবার। ১৩ তারিখ রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। সুতরাং টানা ১৬ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে মহালয়ার ছুটি আর গান্ধীজয়ন্তীর ছুটি একই দিনেই। অর্থাৎ, ২ অক্টোবর।
এদিকে তালিকা অনুযায়ী, জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটি থাকবে সরকারি দফতর। ২০২৪ সালের সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি। আর ২৫ মার্চ দোলযাত্রার ছুটি। ২৯ মার্চ গুড ফ্রাইডে। এপ্রিল মাসে একদিনই ছুটি। সেটি হল–১১ এপ্রিল ইদ–উল–ফিতর ছুটি। এছাড়া ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কালীপুজোর ছুটি। ১ তারিখ শুক্রবার। শনি ও রবিবার ছুটি। এরপর সোমবার ৪ তারিখ ছুটি। ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। এই বিপুল পরিমাণ ছুটির খবর শুনে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এখনই অনেকে সংগ্রহ করেছে সেই ক্যালেন্ডার।
অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য় এই ছুটি বেশ কয়েকদিন বেশি। এখানে শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা, ছটপুজো–সহ একাধিক উৎসবে ছুটি থাকে। এমনকী দুর্গাপুজো, কালীপুজো, করম পুজোয় অতিরিক্ত ছুটি পান সরকারি কর্মচারীরা। আবার মে মাসে তিনদিন ছুটি। ১, ৮ এবং ২৩ মে রয়েছে যথাক্রমে মে দিবস, রবীন্দ্রজয়ন্তী, বুদ্ধপূর্ণিমা। জুন, জুলাই, অগস্ট মাসে একদিন করে ছুটি। ১৭ জুন বকরি ইদ। ১৭ জুলাই মহরম। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী এবং মহালয়া একই দিনে পড়েছে।
আর কী জানা যাচ্ছে? এছাড়া দুর্গাপুজোর ছুটি থাকবে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত। ১১ অক্টোবর অষ্টমী ও নবমী একই দিনে পড়েছে। ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি। ৩১ কালীপুজোর ছুটি। ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিবস বলে ছুটি। ওদিনই রয়েছে বিরসা মুণ্ডার জন্মদিন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি। সরকারি কর্মচারীরা দুর্গাপুজো উপলক্ষ্যে চতুর্থী থেকে মহাষষ্ঠী (৭–৯ অক্টোবর) এবং দশমীর পর ১৪ এবং ১৫ অক্টোবর অতিরিক্ত ছুটি পাবেন।