রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু করা নিয়ে রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনৈ তৈরি হয়েছিল । রাজ্যপাল অনুমতি দেওয়ায় সেই জট কাটল। সোমবার থেকে শুরু হচ্ছে অধিবেশন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস(ANI Photo)
অবশেষে বিধানসভার বাদল অধিবেশনের অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে ২৪ জুলাই সোমবার থেকে রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। সূত্রের খবর, সোমবার ফোনে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ্যপালের। সেখানে অভিবেশ শুরু করা বিষয়ে দু’পক্ষই সম্মত হন। এর ফলে অধিবেশন শুরু করা নিয়ে রাজ্য-রাজ্যপাল যে টানাপোড়েন ছিল তা মিটে গেল।
সূত্রের খবর, শুক্রবার একুশে জুলাইয়ের সভার পর রাজ্যপালকে ফোন করেন শোভনদেব চট্টাোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে অধিবেশন শুরু করার বিষয়ে আলোচনা চলে। এর পরই রাজ্যপাল বিধানসভার বাদল অধিবেশন শুরু করার বিষয়ে অনুমতি দেন। সে ফোনালাপের পরেই পরিষদীয় মন্ত্রীর দফতর থেকে পাঠানো হয় বাদল অধিবেশনের ফাইল । সেই ফাইলে সই করেন রাজ্যপাল। সরকারি ভাবে শনিবার ছুটির দিন। যেহেতু বাদল অধিবেশন সোমবার থেকে শুরু হবে। তাই ছুটির দিন থেকে কাজ শুরু হয়ে গিয়েছে বিধানসভায়।
শনিবার বাদল অধিবেশনে নিয়ে একটি বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বাজেট অধিবেশন শুরু করা নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেক ক্ষণ কথা হয়েছে। ২৪ জুলাই থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে।’