সংস্কারের কাজ চলবে সোদপুর ফ্লাইওভারে। আর তার জেরেই ১৯ জুলাই থেকে শুরু হবে কাজ। সেদিন রাত থেকেই এই কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই কারণেই আপাতত প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত সোদপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এরফলে স্বভাবতই চাপ বাড়বে নিত্যদিতের রাতের ট্রাফিকে। এই ব্রিজ বন্ধ থাকলে যানজট ঘিরে ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, ৩৩ বছর বয়সী সোদপুর ফ্লাইওভারে রয়েছে সংস্কারের কিছু প্রয়োজন। আর সেই কারণেই এই কাজ শুরু করছে কর্তৃপক্ষ। এদিকে, একে বর্ষা অন্যদিকে, ব্রিজের কাজ, ফলত, নিত্যদিনের যাতায়াতে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা।
এর আগেও একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সোদপুরের ফ্লাইওভারের। এবারের স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে বিয়ারিংয়ের সমস্যা। তাই অনেক আগে থেকেই ১০ টনের বেশি ভারী যান চলাচল সোদপুর ফ্লাইওভার দিয়ে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
( Manipur latest update: খুব শিগগিরই মণিপুরে সফরে যাচ্ছেন মোদী? '২৩র হিংসার পর কী পরিস্থিতি সেরাজ্যে!)
এদিকে, ট্রাফিকের কথা ভেবে আগাম প্রস্তুতি সেরে রাখছে কমিশনারেটের ট্রাফিক বিভাগ। কোথায় গাড়ি রাখা হবে, সেই বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আলাদা করে রাস্তায় ব্যারিকেডও করা হয়েছে সেই জন্য। প্রশ্ন উঠছে, এই রাস্তা বন্ধ থাকলে, বিকল্প রাস্তা হিসাবে কোন দুটি রাস্তা উঠে আসছে? সেই জায়গা থেকে জানা যাচ্ছে, একফোর্ড রোড ও রামচন্দ্রপুরের রাস্তা দিয়ে লরি, বাস সহ সমস্ত গাড়ি যাতায়াত করতে পারবে।