ইংল্যান্ডের এজবাস্টনে দুর্ধর্ষ দ্বিশতরান করে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন শুভমন গিল। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন উঠেছে গিলের হাতে। আর সেই দায়িত্ব যে তিনি ব্যাট হাতে ভালোই পালন করছেন, সেটাই ব্যাক টু ব্যাক ম্যাচে ম্যাজিকাল ইনিংসে বুঝিয়ে দিলেন গিল। প্রথম টেস্টে শতরান করেও গিল জেতাতে পারেননি দলকে। দ্বিতীয় টেস্টে তিনি ২৬৯ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের যা অবস্থাত তাতে এই ম্যাচে ইংল্যান্ডকে জিততে বা ড্র করতে গেলে অনেক কালঘামই ঝড়াতে হবে। বরং ম্যাচ জেতা ভারতের পক্ষে তুলনায় সহজ, কারণ বড় রানের যে মানসিক আত্মবিশ্বাস,সেটা ভারতের সঙ্গেই রয়েছে। ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান ছিল বিরাট কোহলির, ২০১৯ সালে দঃ আফ্রিকার বিরুদ্ধে পুণে টেস্টে তিনি করেছিলেনন ২৫৪ রান। এছাড়াও ভারতীয় ব্যাটারদের মধ্যে অ্যওয়ে টেস্টে সচিন তেন্ডুলকরের কথা ২৪১ রানের ইনিংস ছিল এতদিন সর্বোচ্চ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে লিটল মাস্টারের গড়া সেই রেকর্ডও এদিন এজবাস্টনে ভেঙে দিয়েছেন শুভমন গিল।
শুভমনের ব্যাটিং দেখে মুগ্ধ মহারাজ। কিন্তু কার্যত প্রশংসার শব্দ হারিয়ে ফেলেই বলেই দিলেন, এটাই তাঁর দেখা ইংল্যান্ডে সেরা ইনিংস। মহারাজ লিখলেন, ‘মাস্টারক্লাস ইনিংস এল শুভমন গিলের ব্যাট থেকে। অসাধারণ, ত্রুটিহীন। আমার দেখা যে কোনও যুগে ইংল্যান্ডের মাটিতে অন্যতম সেরা ইনিংস এটা। শেষ কয়েক মাসে প্রচুর উন্নতি করেছে শুভমন। টেস্ট ক্রিকেটে বোধহয়, ওপেনিং পজিশনটা শুভমন গিলের জন্য সঠিক পজিশন ছিল না। এই টেস্টটা ভারতীয় দল জিততে পারে ’।