ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরি।চলতি বছরেই হয়েছেন বাবা-মা। একরত্তি মেয়ে তিষ্যাকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার। তাঁদের রোজনামচার জীবনের নানা খুঁটিনাটি অনিন্দিতা মাঝে মাঝেই স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এই দিনটা একটু বিশেষ কারণ এদিন অনিন্দিতার প্রিয়বন্ধু অর্থাৎ সুদীপের জন্মদিন। স্বামীর এই বিশেষ দিনে তাঁকে আদুরে বার্তা দিলেন অনিন্দিতা।
আরও পড়ুন: মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালেন সুদীপ-অনিন্দিতা! '২৩ বছর বয়সেও…', লিখলেন অভিনেতা
সোমবার নিজেদের নানা মুহূর্তের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই কিছু ছবিতে সুদীপের জন্মদিন উদযাপনের মুহূর্ত ধরা পরে। মেয়ে কোলে নিয়েই কেক কাটেন সুদীপ। তাছাড়াও অভিনেত্রী স্বামীর সঙ্গে কাটানো নানা মিষ্টি মুহূর্তর ছবিও শেয়ার করেন। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার পার্টনার ইন ক্রাইম, আমার বর। আমরা দু’জনেই দু'জনের জন্মদিনের জন্য সারা বছর অপেক্ষা করি, আগের বছর কী কী করা হয়নি, এই বছর কী কী করবো, চোখের সামনে বসেই যতটা সম্ভব লুকিয়ে আমরা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করি আর আমরা কোনও ভাবেই সেটার উত্তেজনাটা ফিকে হতে দিই না।'
আরও পড়ুন: মারণরোগে আক্রান্ত ‘আরণ্যক’, তার মাঝেই নতুন নায়কের এন্ট্রি 'রোশনাই'-এ! কোন অভিনেতাকে দেখা যাবে?